৬ ফুট অন্তর বৃ‌ক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় স‌র্বোচ্চ কত গু‌লো চারা রোপণ করা যা‌বে ?

৬ ফুট অন্তর বৃ‌ক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় স‌র্বোচ্চ কত গু‌লো চারা রোপণ করা যা‌বে ?


সমাধান: 

১ গজ = ৩ ফুট

=> ১০০ গজ = ১০০×৩

                     = ৩০০ ফুট

মোট চারার প্রয়োজন হ‌বে = ( ৩০০ ÷ ৬) = ৫০ টি।  

এখানে মনে রাখতে হবে যে,

লাইনের শুরুতেই এক‌টি চারা লাগা‌নো হয়। তাই ফলাফ‌লের সা‌থে ১ যোগ কর‌তে হয়।

উত্তর: ৫১ টি 
Next Post Previous Post
3 Comments
  • Cartun2024
    Cartun2024 ২৫ এপ্রিল

    Great post

  • Ratan das
    Ratan das ২৫ এপ্রিল

    Such a great article

  • Sumonblogs
    Sumonblogs ০১ মে

    ধন্যবাদ

Add Comment
comment url