৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কত গুলো চারা রোপণ করা যাবে ?
৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কত গুলো চারা রোপণ করা যাবে ?
সমাধান:
১ গজ = ৩ ফুট
=> ১০০ গজ = ১০০×৩
= ৩০০ ফুট
মোট চারার প্রয়োজন হবে = ( ৩০০ ÷ ৬) = ৫০ টি।
এখানে মনে রাখতে হবে যে,
লাইনের শুরুতেই একটি চারা লাগানো হয়। তাই ফলাফলের সাথে ১ যোগ করতে হয়।
উত্তর: ৫১ টি
Great post
Such a great article
ধন্যবাদ