গণহত্যা বলতে কি বুঝায় অথবা জেনোসাইড কি?

গণহত্যা শব্দটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে একটি পরিচিত শব্দ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এক জাতি বা সম্প্রদায় তাদের স্বকীয়স্বার্থরক্ষার্থে গণহত্যা পরিচালিত করে থাকে এর প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী হয়ে থাকে।

জেনোসাইড বলতে জাতিগত, বর্ণগত, ধর্মীয় বা নৃতত্ত্বীয় গোষ্ঠী হিসাবে বিবেচিত মানুষজনকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত কার্য কে জেনোসাইড বলে।


গণহত্যা বলতে যা বুঝায় 

ইংরেজি শব্দ 'Genocide' এর বাংলা প্রতিশব্দ হলো গণহত্যা। এই শব্দটির একটি বহুমাত্রিক অর্থ রয়েছে। একটি হলো শাব্দিক অর্থ, অন্যটি হলো 'Perception' অর্থ বা উপলব্ধিগত এবং আর একটি হলো আইনগত অর্থ। গণ বলতে বহুসংখ্যক মানুষের একটি সমষ্টিকে বোঝায়। আর এ বহুসংখ্যক মানুষকে হত্যা বা পরিকল্পিত হত্যা উপলব্ধিগত অর্থে গণহত্যা বলা হয়ে থাকে। কোনো জাতিগত, ধর্মীয় বা গোত্রীয় জনগণকে নির্বিচারে হত্যা করাকে আন্তর্জাতিক আইনে গণহত্যা বা জেনোসাইড বলা হয়।

জেনেভা কনভেনশন ও জেনোসাইড কনভেনশন অনুযায়ী গণহত্যা বলতে সমষ্টির বিনাশ এবং অভিপ্রায়কে বুঝায়। এ গণহত্যা বলতে বুঝায় এমন কর্মকাণ্ড যার মাধ্যমে একটি জাতি, ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করা হয়। অনেক ক্ষেত্রে জাতিগত অহংকার, বিদ্বেষ, ঘৃণা, ধর্মভিত্তিক উন্মাদনা ভারসাম্যহীন চিন্তা চেতনা, নষ্ট দর্শন, একনায়কতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে মতবাদ দমন প্রভৃতি ক্ষেত্রে গণহত্যা সংঘটিত হয়ে থাকে। বাংলাদেশে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা, উগান্ডার গণহত্যা ও বর্তমানে সিরিয়াতে ব্যাপক মাত্রায় গণহত্যা লক্ষ্য করা যাচ্ছে।

উপসংহার : অবশেষে আমরা বলতে পারি যে, গণহত্যা একটি ভয়াবহ হত্যাকাণ্ড। জাতি, গোষ্ঠী বা ধর্ম নিধনের উদ্দেশ্য যদি কোনো মানুষকে হত্যা করা হয় সেটাকে গণহত্যা বলা যায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url