প্রশাসনিক ট্রাইব্যুনাল কাকে বলে
ট্রাইবুনাল বলতে সাধারণত যেটা বুঝায় তাহলো সংবিধান বা অন্য কোনো আইন দ্বারা গঠিত এক ধরনের বিশেষ বিচারিক প্রতিষ্ঠান, যেটা সুনির্দিষ্ট কিছু বিষয় নিষ্পত্তির কাজ করে থাকে। বিদ্যমান আদালতের এখতিয়ার অনেকটা বিস্তৃত হলেও ট্রাইব্যুনালের এখতিয়ার খুব সুনির্দিষ্ট। ট্রাইব্যুনালকে তাই 'আধা-বিচারিক ব্যবস্থা' হিসেবেও অভিহিত করা হয়।
প্রশাসনিক ট্রাইবুনাল কাকে বলে
প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলি, অর্থদণ্ড ও অন্যান্য শাস্তিদান সম্পর্কিত বিষযের জন্য যে ট্রাইবুনাল গঠন করা হয় তাকে প্রশাসনিক ট্রাইবুনাল বলে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে।
প্রশাসনিক ট্রাইবুনাল কত অনুচ্ছেদে আছে
বাংলাদেশ সংবিধানের ১১৭ অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে, “জাতীয় সংসদ আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করতে পারবে।"
প্রশাসনিক ট্রাইবুনাল এর কাজ কি
প্রশাসনিক ট্রাইবুনাল যে সকল কার্য সম্পাদন করে থাকে নিচে সেগুলো আলোচনা করা হলো:
১. প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলি, অর্থদণ্ড ও অন্যান্য শাস্তিদান সম্পর্কে।
২. রাষ্ট্রায়ত্ত কোন উদ্যোগ বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের পরিচালনা ও ব্যবস্থাপনা এবং সরকারের উপর ন্যস্ত বা সরকারের দ্বারা পরিচালিত কোন সম্পত্তি অর্জন, প্রশাসন, ব্যবস্থাপনা ও বিলি ব্যবস্থা সম্পর্কে।
৩. সংবিধানের ৪৭ অনুচ্ছেদে বর্ণিত যেসব বিষয়ে হাইকোর্ট বিভাগের কার্যকারিতা থাকে না সেসব বিষয়ে। প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হলে এর এখতিয়ারের অন্তর্গত কোন বিষয়ে অন্য কোন আদালত কোনরূপ কার্যক্রম গ্রহণ করবে না বা কোন প্রকার আদেশ প্রদান করবে না। তবে জাতীয় সংসদ আইনের দ্বারা কোন প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনায় বা অনুরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের বিধান করতে পারবে।
বাংলাদেশে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের বিধান করা হয়েছে ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রের অনুকরণে।
বাংলাদেশের প্রশাসনিক ট্রাইবুনাল কয়টি
দেশে বিদ্যমান আটটি বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঢাকায় তিনটিসহ মোট সাতটি ট্রাইব্যুনাল বিদ্যমান রয়েছে। ঢাকায় বিদ্যমান তিনটি ট্রাইব্যুনাল ব্যতীত ঢাকার বাহিরে চট্টগ্রাম, বরিশাল,খুলনা বগুড়ায় প্রশাসনিক ট্রাইব্যুনাল থাকলেও সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনও প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়নি।