প্রবাল দ্বীপ কি? প্রবাল দ্বীপ কিভাবে তৈরি হয়?
প্রবাল দ্বীপ কি?
প্রবাল হলো অ্যান্থোজোয়া শ্রেণিভুক্ত সামুদ্রিক প্রাণি । প্রাণি হলেও এরা জীবনের পূর্ণবয়স্ক অবস্থায় সাগরতলে কোনো দৃঢ় তলের উপর গেড়ে বসে নিশ্চল হয়ে বাকি জীবন পার করে দেয়। এ সময় নিজ দেহের উপর পাথুরে খোলাস তৈরি হয় ও এর উপর আবার প্রবাল বসে ধীরে ধীরে বড়সড় পাথুরে আকৃতি ধারণ করে। এভাবেই তৈরি হয় প্রবাল দ্বীপ (যেমন— সেন্টমার্টিন) এবং প্রবাল প্রাচীর (যেমন— গ্রেট ব্যারিয়ার রীফ)।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
![]() |
ছবি সংগৃহীত |