১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?
সঠিক উত্তরটি নির্বাচন করুন।
ক. ১৬৭
খ. ১৬৯
গ. ১৬৮
ঘ. ১৭০
উত্তর: ১৬৯
বিশ্লেষণ:
১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের মোট আসন ছিল ৩১৩ টি। পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ১৬২ টি সাধারণ আসন, পশ্চিম পাকিস্তানের জন্য ছিল ১৩১ সাধারণ আসন। সংরক্ষিত মহিলা আসন ছিল ১৩ টি, উপজাতীয় আসন ছিল ৭ টি । সংরক্ষিত আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য ছিল ৭ টি । নির্বাচনে আওয়ামী লীগ সংরক্ষিত আসন সহ ১৬৭ টি আসন লাভ করেছিল ।
nice
Very important
Thank you for providing such kind of precious question. I like it
Thank you so much brother