বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন ১৯৭১

অসহযোগ আন্দোলন - Non-cooperation movement (1971)

১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের আহ্বানে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে আন্দোলন পরিচরিত হয় তাই মূলত অসহযোগ আন্দোলন ১৯৭১ নামে পরিচিত। এ আন্দোলনে কেন্দ্রীয় শাসনের বিপরীতে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে(সোহরাওয়ার্দী উদ্যান) ৭ মার্চ তার দিগনির্দেশনামূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। 


এছাড়া তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির দল আওয়ামী লীগের বিভিন্ন নির্দেশের মাধ্যমে এ আন্দোলন পরিচালিত হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী আওয়ামী লীগকে সরকার গঠনের আহ্বান না জানিয়ে ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। বঙ্গবন্ধু এ সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দেন এবং এর প্রতিবাদে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল আহ্বান করেন। পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য অসহযোগ আন্দোলন শুরু করে। 

পাকিস্তানি শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি এবং পশ্চিম পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির অসহযোগিতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলায় অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলনের চূড়ান্ত পরিনিতি হিসেবে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং প্রায় নয় মাস মুক্তিযুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘটে।


Next Post Previous Post
2 Comments
  • Learning Technology
    Learning Technology ১৮ এপ্রিল

    thanks for your important contant

  • মোহাম্মদ
    মোহাম্মদ ১৯ এপ্রিল

    অনেক ছোট হয়ে গেছে। প্রেক্ষাপট নিয়ে লিখলে ভালো হতো।

Add Comment
comment url