লোকসাহিত্য কি ? লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য বলতে কি বোঝায়।
লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা পুরানো ঐতিহ্য ও সাম্প্রতিক অভিজ্ঞতাকে ভিত্তি করে রচিত হয়। লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়।
তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হূদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।
লোকসাহিত্য কি
সাহিত্য হলো একের সাথে অন্যের মিলন এর মাধ্যম। লোক সাহিত্য হল জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাঁথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি। লোকসাহিত্যের উপাদান হলো জনশ্রুতিমূলক বিষয়। বহুদিন পূর্বের কোনো ঘটনা বা কাহিনী লোক পরস্পরায় কল্পনারূপক হয়ে লোকসাহিত্যে স্থান পায়।
লোকসাহিত্য বা লোকসঙ্গীত ঐতিহ্যগতভাবে বিশেষ শ্রেণীর বা গোষ্ঠীর মধ্যে প্রচলিত গান; সাধারণত গ্রামীণ অক্ষরজ্ঞানহীন জনগণ এর প্রধান ধারক। স্থান, কাল ও পাত্রভেদে এ গানের অবয়ব ছোট-বড় হয়।
ধুয়া, অন্তরা, অস্থায়ী ও আভোগ সম্বলিত দশ-বারো লাইনের লোকসঙ্গীত আছে; আবার ব্রতগান, মেয়েলী গীত, মাগনের গান, জারি গান, গম্ভীরা গান ইত্যাদি আকারে অপেক্ষাকৃত বড় হয়। কবির লড়াই, আলকাপ গান, লেটো গান এবং যাত্রাগান হয় আরও দীর্ঘ, কারণ সারারাত ধরে এগুলি পরিবেশিত হয়।
yes