প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ধাপের প্রশ্নপত্র ও উত্তর - ২০২২
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ধাপের প্রশ্নপত্র এবং উত্তর
১। If the price is low, demand __
উত্তর: খ) will increase
২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?
উত্তর: 10
৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?
উত্তর: ৫১
৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?
উত্তরঃ ক) মদনমোহন তর্কালংকার
৫। There is ___ milk in the bottle
উত্তরঃ ঘ) a little
৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?
উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭
৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত
উত্তরঃ ৪
৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
উত্তর: (ক) অজ্ঞাতকুলশীল
৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত ?
উত্তরঃ ঘ) 5
১০। What is an epic?
উত্তরঃ a long poem
১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%
উত্তরঃ ৬০
১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর: সূূর্য পূর্বদিকে উদিত হয়।
১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?
উত্তরঃ .০১
১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?
উত্তরঃ হাত গুটান
১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
উত্তরঃ ৯৮৯৯
১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?
উত্তর: (খ) ৯৮
১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?
উত্তর: ফসফেট ও নাইট্রোজেন
১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?
উত্তর: (ক) লালন শাহ
১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তর: (গ) ৫০০
২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?
উত্তর: (ক) ৩১
২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-
উত্তর: (গ) বর্ণনাতীত
২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?
উত্তর: গমনের পশ্চাৎ
২৩। “To break the ice” means,
উত্তর: (ঘ) to start a conversation
২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
উত্তর:(ক) মেধা+বিন
২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে
উত্তর: (খ) কৃষি
২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?
উত্তরঃ ১০ ও ১৬
২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
উত্তর: (গ) চতুর্থ
২৮।The correct spelling is ——–
উত্তর: (ক) Assignment
২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল কল’ কোন অব্যয়?
উত্তর: অনুকার
৩০। “রূপসার ঘোলা জলে হয়তাে কিশাের এক সাদা ছেড়া পালে ডিঙা বায়” কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন-
উত্তর রূপসা নদী
৩১। x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
উত্তর: ৩৫
৩২। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
উত্তর: (গ) ত্রিভুজ
৩৩। ‘আবাহন’ শব্দের বিপরীত কোনটি?
উত্তর: বিসর্জন
৩৪। নিচের কোনটি বিদেশি শব্দ?
উত্তর: কলম (আরবি)
৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যােগফল কত?
উত্তর: ১০০
৩৬। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?
উত্তর: আমেরিকা
৩৭। জাতিসংঘ ঘােষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়।
উত্তর: ২ এপ্রিল
৩৮। Agomoni School is one of the best in the city.
উত্তর: (খ) schools
৩৯। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
উত্তর: (খ) ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
৪০। The Principal will —– the answer scripts.
উত্তর: (খ) took over
৪১। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?
উত্তর: রাঙামাটি
৪২। বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা-
উত্তর: IQ>130
৪৩। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ
উত্তর: (গ) অহঃ + অহ
৪৪। I look forward to
উত্তর: (ঘ) hearing from you soon.
৪৫। I water the plants. The word ‘water is used as
উত্তর: (ক) Verb
৪৬। Are you doing anything special – the weekend?
উত্তর: (গ) at
৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?
উত্তর: ১০১
৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?
উত্তর: ৪০০ মিটার
৪৯। ‘Once in a blue moon’ means-
উত্তর: (গ) very rarely
৫০। ‘মাতৃভাষায় যাাহার ভক্তি নাই সে মানুষ নহে’ -উক্তিটি কার?
উত্তর: মীর মশাররফ হোসেন
৫১। BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: (গ) ঢাকা
৫২। টর্নেডো শব্দটি এসেছে-
উত্তর: Tornada
৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
উত্তর: ৫০০০
৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?
উত্তর: ৯৭
৫৫। He came to Dhaka with a view to — a new place
উত্তর: (ঘ) visiting
৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?
উত্তর: ৩২
৫৭। Which of the following is the correct sentence?
উত্তর: (গ) What he has said is right.
৫৮। “Leave no stone unturned” means
উত্তর: (ক) try every possible means
৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
উত্তর: xz<yz
৬০। Choose the correct spelling—-
উত্তর: Achievement
৬১। Remove শব্দটির Noun-
উত্তর: Removal
৬২। নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?
উত্তর: আশ্রয়ন ও শিক্ষা সহায়তা
৬৩। If I ——- you, I would not have done this.
উত্তর: were
৬৪। ‘আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান
৬৫। কালবৈশাখীর ইংরেজি-
উত্তর: North Westerlies
৬৬। ‘প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তাের কারণে’-গানটির গীতকার-
উত্তর: শেখ ওয়াহিদ
৬৭। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?
উত্তর: পদ্মগোখরা
৬৮। UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘােষণা করে?
উত্তর: ১৯৯৯
৬৯। ‘গৌরব’-শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি? .
উত্তর: ঘ) গুরু+ ষ্ণ
৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছােট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
উত্তর: ১৪ মিটার
৭১। Choose the correctly spelt word ——
উত্তর: Bureau
৭২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)তে অভীষ্ট কয়টি?
উত্তর: ১৭
৭৩। বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
উত্তর: কেন্দ্রীয় সরকার
৭৪। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?
উত্তর: অষ্টম
৭৫। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন?
উত্তর: সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা
৭৬। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর: ২০১১
৭৭। Change the voice: “Where did you see him?
উত্তর: (খ) Where was he seen by you?
৭৮। প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে?
উত্তর: (গ) রাষ্ট্রপতি
৭৯। Learn the poem ——- heart.
উত্তর: (ক) by
৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর: (ঘ) ২
বিশেষ দ্রষ্টব্য: কোন প্রকার ভুল থাকলে দয়া করে জানাবেন আমরা সংশোধন করার চেষ্টা করব।
Nice post
Thanks
প্রশ্ন গুলা পেয়ে অনেক উপকার হলো। এমন আরও উপকারী পোস্ট এর আশায় থাকলাম।
অনেক ধন্যবাদ।। 😍এগিয়ে যান সামনে
খনার বচন কি বিস্তারিত জানতে চাই?
খুবই ভালো লাগল🧡
উত্তরটি পেলে আরো উপকৃত হতাম (প্রশ্ন ২৫ আছে)
অনেক উপকৃত হলাম
this content very helpfull
It's a really helpful content
Very important all of us
অনেক উপকৃত হলাম
this content very helpfull
This post helpfull.
Thanks for information 💖
Knowledgeable
i need this question paper slove.Thank you for that
amazing
Huge informarion. Thanks for the valuable post.
ধন্যবাদ
Useful post
Very helpful
verry usefull
very helpful post. thanks a lot