বঙ্গবন্ধুকে নিয়ে যত চলচ্চিত্র
সংগৃহীত |
বঙ্গবন্ধুকে নিয়ে যত চলচ্চিত্র
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। শ্যাম বেনেগল পরিচালিত চলচ্চিত্রটির কাজ শুরুর সময় 'বঙ্গবন্ধু' হিসেবে পরিচিত হলেও ১৭ মার্চ ২০২২ জানানো হয় ‘বঙ্গবন্ধু’ ছিল কেবল 'ওয়ার্কিং টাইটেল নাম। নতুন নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। ইংরেজি Mujib: The Making of a Nation।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। চলচ্চিত্রটি শেখ মুজিবুর রহমানের জীবনের ১৯৪৯ সাল থেকে ১৯৫২ সাল, অর্থাৎ ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত হয়েছে । চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলাম।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ প্রযোজিত এবং সোহেল রানা পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য এনিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে, যার নাম ‘৫৭০’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর শৈশবকাল থেকে তরুণ বয়সকাল পর্যন্ত বিভিন্ন ঘটনার আলোকে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’।
থয়েটারকর্মীদের ভিন্ন ধরনের এক গল্প নিয়েই নির্মিত চলচ্চিত্র ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি' পরিচালনা করেছেন এখলাস আবেদীন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর আলোচিত ইংরেজি তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরো’ এর বাংলায় নির্মিত শিরোনাম ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। এটি পরিচালনা করেছেন নোমান রবিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা' নামে সরকারি অনুদানের এ চলচ্চিত্র নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘তর্জনী’। পরিচালক সোহেল রানা। এ সিনেমায় ১৯৭১, ১৯৭৫ ও ২০১৭—এ তিনটা সময়কে দেখানো হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডের পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মিত চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সেলিম খান।
৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসক ভাষণ বাঙালি জাতি শুনতে পেয়েছিল রেডিওর মাধ্যমে। সেই ভাষণকে কেন্দ্র করে প্রত্যন্ত ওই গ্রামে জেগে উঠেছিল একদল মুক্তিপাগল জনতা, যা পরবর্তী সময়ে সূচিত করে স্বাধীনতার ভিত্তি। এ রকম একটি গল্প নিয়েই নির্মিতব্য চলচ্চিত্র ‘রেডিও’ । চলচ্চিত্রটি নির্মাণ করছেন অনন্য মামুন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র 'মাইক'। চলচ্চিত্রটির পরিচালক এফএম শাহীন ও হাজান জাফরুল বিপুল। শুধু দেশেই নয় বলিউডেও বঙ্গবন্ধুর জীবন নিয়ে ছবি নির্মিত হচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘ব্যাটল ফর বেঙ্গল’। পরিচালনা করবেন রিচি মেহতা।