কূটনীতি কাকে বলে? বিস্তারিত পড়ুন।

কূটনীতি কি?

আমরা কূটনীতি বলতে সাধারণত বুঝে থাকি পৃথিবীর রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পারিক স্বার্থকে কেন্দ্র করে বিশেষ প্রতিনিধির মাধ্যমে এক দেশর সাথে অন্য দেশের কলা-কৌশল,আলাপ-আলোচনা বা দর কষা-কষি।
সনাতন কূটনৈতিক ব্যবস্থায় G2G(সরকার টু সরকার) অর্থাৎ সরকারের সাথে সরকারের সম্পর্ক রক্ষা করে।অন্যদিকে Public Diplomacy র মাধ্যমে ওই দেশের সাধারণ মানুষ,সিভিল সোসাইটি,তথা বুদ্ধিজীবীদের সাথে সম্পর্ক রক্ষা কর হয়।

Public Diplomacy/Peoples Diplomacy/জন কূটনীতি হলো এমন এক ধরনের কূটনীতি যা সনাতন কূটনীতির বাইরে গিয়ে বিদেশী নাগরিকদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বর্তমান বিশ্বায়নের যুগে Public Diplomacy র গুরুত্ব অনেক বেশি বেড়ে গেছে। রাষ্ট্র সাধারণত অন্য দেশের মিডিয়া,সিভিল সোসাইটির সাথে সম্পর্ক রক্ষা করা এবং জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য পাবলিক ডিপ্লোমেসির আশ্রয় নিয়ে থাকে।

উদাহরণঃ আমারিকার বাজারে বর্তমানে বাংলাদেশের GSP স্থগিত রয়েছে। এখানে আমেরিকা বাংলাদেশকে যে শর্ত আরোপ করেছিলো GSP ফিরে পাবার জন্য বাংলাদেশ তার বেশীরভাগ শর্তই পূরণ করলেও আমেরিকা বাংলাদেশকে এখনও GSP সুবিধা ফিরিয়ে দেয় নি,এমতাবস্থায় বাংলাদেশ যদি আমেরিকার ব্যবসায়ী,সিভিল সোসাইটি,এবং আমেরিকার বিভিন্ন কমিউনিটির সাথে GSP ফিরে পাবার ব্যাপারে জোর লোবিং চালায়,কিংবা আলাপ-আলোচনা বা কলা-কৌশল পরিচালনা করে তখন এই কলা কৌশলক বা পদক্ষেপ কে বলা হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url