ডেটা কমিউনিকেশন কী? ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টি ও কি কি?

ডেটা কমিউনিকেশন কাকে বলে?

একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা একটি ডিভাইস থেকে অন্য ডিভাইস যেমন- মোবাইল, স্মার্টফোন, পার্সোনাল ডিজিটাল অ্যাসিসটেন্ট জিপিএস নেভিগেটের ইত্যাদির মাধ্যমে তথ্য আদান-প্রদান বা তথ্যের বিনিময়কে ডেটা কমেউনিকেশন বা ডেটার স্থানান্তর বলা হয়। ডেটা স্থানান্তর যেকোনো একটি পর্যায়ে কম্পিউটার সরাসরি যুক্ত থাকে। আধুনিক ডেটা কমিউনিকেশনের প্রধান উপাদান হলো কম্পিউটার এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম। কম্পিউটারকে বলা হয় ডেটা প্রসেসিং ডিভাইস এবং প্রসেসকৃত ডেটা একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে পৌঁছে যাওয়ার প্রক্রিয়া হলো ট্রান্সমিশন সিস্টেম ।

আরো সহজভাবে বলা যায়, ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে।

ডেটা কমিউনিকেশনের উপাদান পাঁচটি (৫) টি। যথা:

১) উৎস ~ Source 

২) প্রেরক ~ Transmitter/Sender 

৩) মাধ্যম ~ Medium 

৪) গ্রাহক বা প্রাপক ~ Receiver 

৫) গন্তব্য ~ Destination 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url