বাংলাদেশের ১৬টি জাতীয় প্রতীক এবং প্রতীক গুলোর বাংলা ও ইংরেজি নাম

বাংলাদেশের ১৬টি জাতীয় প্রতীক এবং প্রতীক গুলোর বাংলা ও ইংরেজি নাম 


১) বাংলাদেশের জাতীয় পশুর নাম কি?

- রয়েল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger).

২) বাংলাদেশের জাতীয় পোশাক কি?

- শাড়ি ও লুঙ্গি (Shari & Lungi).

৩) বাংলাদেশের জাতীয় ফলের নাম কি?

- কাঁঠাল (Jackfruit).

৪) বাংলাদেশের জাতীয় গাছের নাম কি?

- আম (Mango tree)

৫) বাংলাদেশের জাতীয় পাখির নাম কি?

- দোয়েল (Magpie).

৬) বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি?

- বায়তুল মোকাররম (Baitul Mokarram).

৭) বাংলাদেশের জাতীয় মন্দিরের নাম কি?

- ঢাকেশ্বরী মন্দির (Dhakashawri temple).

৮) বাংলাদেশের জাতীয় পানীয় কি?

- চা (Tea).

৯) বাংলাদেশের জাতীয় বাদ্যযন্ত্র কি?

- দোতারা (Dotara).

১০) বাংলাদেশের জাতীয় কবি কে?

- কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam).

১১) বাংলাদেশের জাতীয় খেলা কি?

- কাবাডি/হা-ডু-ডু (Kabadi/Ha-doo-doo).

১২) বাংলাদেশের জাতীয় মাছের নাম কি?

- ইলিশ (Hilsa).

১৩) বাংলাদেশের জাতীয় দুর্গের নাম কি?

- লালবাগ কেল্লা (Lalbagh fort).

১৪) বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি?

- শাপলা (Water lily).

১৫) বাংলাদেশের জাতীয় পর্বতের নাম কি?

 - কেও ক্রাডং (Keo kradong).

১৬) বাংলাদেশের জাতীয় সংগীত কি?

- আমার সোনার বাংলা (Amar Sonar Bangla).


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url