পৃথিবীর সুপারকন্টিনেন্ট কি নামে পরিচিত?

পৃথিবীর Super Continent কি নামে পরিচিত?

ব্যাখ্যাঃ প্যানজিয়া শব্দের অর্থ ‘সব ভূমি’। প্রাচীন গ্রিক ভাষা থেকে এই শব্দের উৎপত্তি হয়। এই শব্দটির ব্যবহার মূলত ২০ শতকের দিকে শুরু হয়, যখন জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়াগনার সর্বপ্রথম এই অতি-মহাদেশের অস্তিত্ব আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন, পূথিবীর মহাদেশগুলোকে একসাথে জোড়া লাগালে ভূখণ্ডগুলো জিগস পাজলের মতো একত্রে যুক্ত হয়ে যায়। এ থেকে তিনি ধারণা করেন যে, এসব মহাদেশ পূর্বে একত্রে যুক্ত ছিল তথা অতি-মহাদেশ ছিল। তার মতে, আনুমানিক ৩০০ মিলিয়ন বছর আগে প্যানজিয়া গড়তে শুরু করে। ২৭০ মিলিয়ন বছর পূর্বে এটি একত্রিত হয়। তবে ১৭৫ মিলিয়ন বছর পূর্বে এটি আবার ভাঙতে শুরু করে। অর্থাৎ প্যানজিয়া নামক সুপারকন্টিনেন্টের অস্তিত্ব ছিল পেলিওজোয়িক যুগের শেষের দিকে এবং মেসোজোয়িক যুগের শুরুর দিকে।

উত্তরঃ প্যানজিয়া  
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url