মার্শাল 'ল (Martial Law) কি? বা সামরিক আইন কি? || সেনা আইন (Military Law) কি? || কোর্ট মার্শাল কি?

মার্শাল 'ল (Martial Law) বা সামরিক শাসন কাকে বলে?

রাষ্ট্রে বসবাসকারী নাগরিকগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীর সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষার কাজ সরকার করে থাকে। কিন্তু সরকার এইসব কাজ করতে ব্যর্থ হলে কিংবা রাষ্ট্রে জরুরী কোনো পরিস্থিতি তৈরী হলে, সামরিক বাহিনী সংকটময় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে; দেশে বিদ্যমান সকল প্রকার আইন কানুন, বিচার ব্যবস্থা ও সংবিধান স্থগিত করে যে আইন জারি করে, তাই সামরিক শাসন বা মার্শাল 'ল (Martial Law). উল্লেখ্য, সামরিক আইন বা মার্শাল 'ল কোনো বিধিবদ্ধ আইন নয়। 


সামরিক আইনের সাথে সংসদ, সংবিধান কিংবা দেশের প্রচলিত আইনের কোনো সংশ্লিষ্টতা নেই। মূলত প্রচলিত আইন কিংবা সংবিধান স্থগিত করে সামরিক আইন জারি করা হয়। ফলে সামরিক আইন জারি হলে দেশের নাগরিকগণ সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়। অনেক সময় দেশে আইনের শাসন জারি করার নামে সরকারও দেশের জনগণের ওপরে সামরিক শাসন চাপিয়ে দিতে পারে।

গণ-আন্দোলন দমনে, রাজনৈতিক বিরোধিতাকে সামাল দিতে বা অভ্যুত্থানকে দমন করতে সামরিক শাসন জারি হওয়ার ইতিহাস আছে। যেমন: ১৮২০ এর মধ্যভাগ হতে ১৮৩২ সাল পর্যন্ত ব্রিটিশ উপনিবেশবাদীদের সাথে অস্ট্রেলিয়া দেশের এবরজিনিস উপজাতিদের তীব্র যুদ্ধকে 'ব্ল্যাক ওয়ার' বলা হয়ে থাকে। 

হিংসা প্রতিরোধে ও যথেচ্ছ এবরজিনিস উপজাতি হত্যা নিবারন করতে লেফটেন্যান্ট গভর্নর জর্জ আর্থার ১৮২৮ খ্রিষ্টাব্দের নভেম্বরে সামরিক আইন জারী করেছিলেন। তিন বছর এই আইন জারী থাকে। এটি ছিল অস্ট্রেলিয়া মহাদেশের দীর্ঘতম সময়ব্যাপী জারী থাকা সামরিক আইন।

জরুরী অবস্থা বা সংকটময় পরিস্থিতি কিংবা কোন বেসামরিক আইন প্রয়োগকারী সংস্থা জনগণের মাঝে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে এবং তাদের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হলে, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সামরিক বাহিনী কর্তৃক সামরিক আইনের মাধ্যমে সামরিক শাসনের প্রয়োগ করাকেই মার্শাল 'ল (Martial Law) সামরিক শাসন বলা হয়।

মার্শাল 'ল ( Martial Law) বা সামরিক শাসনের কতিপয় বৈশিষ্ট্য উল্লেখ করা হল: 

  • জনসাধারণের নিরাপত্তাজনিত কারণে সামরিক শাসন জারি হতে পারে।
  • রাষ্ট্রের জরুরি অবস্থার ভিত্তিতেও সামরিক শাসন জারি হতে পারে।
  • সংকটময় পরিস্থিতি মোকাবেলায় সামরিক শাসন জারি হতে পারে।
  • সংসদীয় ব্যবস্থা বাতিল হয়।
  • সংবিধান স্থগিত হয়ে যায়।
  • জনগণের গনতান্ত্রিক অধিকার খর্ব হয়।
  • মার্শাল'ল কোনো বিধিবদ্ধ আইন নয়। 

সেনা আইন বা মিলিটারি ল (Military Law) কি?

সেনা আইন বা মিলিটারি ল (Military Law) বলতে বুঝায় সেনা বাহিনীর আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রচলিত নিয়মকানুনক বা আইনকানুন। যা শুধুমাত্র সেনা বাহিনী বা মিলিটারিতে কর্মরত সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য। এই আইন দেশের জনগণের ওপরে প্রযোজ্য নয়।

মার্শাল 'ল বা সামরিক আইন (Martial Law) এবং সেনা আইন (Military Law) এর মধ্যে বিদ্যমান পার্থক্য-

মূলত মার্শাল 'ল এবং সেনা আইন আপাতদৃষ্টিতে একই মনে হলেও মূলত মার্শাল 'ল এবং সেনা আইনের মাঝে ব্যাপক এবং বিস্তার পার্থক্য বিদ্যমান রয়েছে। মার্শাল 'ল বা সামরিক আইন (Martial Law) এবং সেনা আইন (Military Law) এর মধ্যে বিদ্যমান পার্থক্য উল্লেখ করা হল- 

মার্শাল 'ল বা সামরিক আইন (Martial Law) বলতে জরুরী অবস্থা, সংকটময় পরিস্থিতি, অভ্যন্তরীন কোন্দল, বিদেশী আক্রমণ এবং দাঙ্গা-হাঙ্গামা প্রতিহত করে শান্তি শৃংখলা রক্ষা করার জন্য সামরিক বাহিনী কর্তৃক যে বিশেষ জরুরী অবস্থা জারি করা হয় তাকে সামরিক আইন বা মার্শাল 'ল (Martial Law) বলা হয়। এই আইন দেশের সকল নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হয়।

অন্যদিকে, সেনা বাহিনীর কার্যকলাপ নিয়ন্ত্রনের জন্য প্রচলিত নিয়ম-কানুনকে সেনা আইন (Military Law) বলা হয়। এই আইন শুধুমাত্র সেনাবাহিনীতে কর্মরত সদস্যদের ক্ষেত্রেই প্রযোজ্য। কোন সাধারণ নাগরিকের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়।

কোর্ট মার্শাল কি

সামরিক আদালত বা কোর্ট-মার্শাল হলো সেনাবাহিনীতে সৈনিক ও কর্মকর্তাদের চাকরির শৃংখলাভঙ্গজনিত অপরাধের বিচার করার জন্য সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি আদালত।

এই আদালত কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে গঠিত হয়।

সামরিক আদালত জজ অ্যাডভোকেট নামক আইনি যোগ্যতাসম্পন্ন একজন কর্মকর্তার দেওয়া পরামর্শ অনুযায়ী বিচারকার্য পরিচালনা করেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url