জি আই পণ্য কি? জি আই পণ্য কয়টি? বাংলাদেশের ভৌগলিক নির্দেশক বা GI পণ্যসমুহ

জি.আই(GI) অর্থ Geographical indication বা ভৌগলিক নির্দেশক । জি.আই একটা নির্দিষ্ট প্রতীক যা কোন নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যা একটি নির্দিষ্ট ভৌগলিক সীমারেখার পরিচয় বহন করে থাকে। কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তিস্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে জিআই স্বীকৃতি দেওয়া হয়।

জিআই পণ্য 

প্রশ্ন: জিআই পণ্য স্বীকৃতি দেয় কোন সংস্থা? 
উত্তর: জি আই পণ্যের স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে WIPO (World Intellectual Property Organisation)

প্রশ্ন: জিআই পণ্য কতটি? 
উত্তর: জিআই পণ্য ২১টি।

প্রশ্ন: বাংলাদেশের সর্বশেষ জি আই পণ্য কোনটি?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ জি আই পণ্য কুষ্টিয়ার তিলের খাজা। 

জিআই পণ্য কয়টি ও কি কি?

জি‌আই পন্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। জিআই পণ্য ২১ টি (৯ই জনুয়ারি ২০১৪ )। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য আরো বৃদ্ধি পাবে। নিচে জিআই অন্তর্ভুক্ত পণ্যগুলো সম্পর্কে আলোচনা করা হলো:

১.জামদানি: বাংলাদেশের প্রথম জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য হলো জামদানি । নিবন্ধিত হয় ১ সেপ্টেম্বর ২০১৫ এবং সনদ পায় ১৭ নভেম্বর ২০১৬। আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)।

২.ইলিশ: দ্বিতীয় ভৌগলিক নিদের্শক পণ্য ইলিশ হলো বাংলাদেশের ২য় জিআই পণ্য। যা ১৩ নভেম্বর ২০১৬ নিবন্ধিত হয় এবং ১৭ আগষ্ট ২০১৭ সনদ পায়। আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো মৎস্য অধিদপ্তর।

৩.ক্ষীরশাপাতি আম: তৃতীয় ভৌগলিক নিদের্শক পণ্য বা জিআই পণ্য চাঁপাইনবাবগঞ্জের ক্ষীরশাপাতি আম। ২ ফেব্রুয়ারি ২০১৭ সালে নিবন্ধিত হয় এবং ২৭ জানুয়ারি ২০১৯ সালে সনদ পায়।আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)।

৪.বিজয়পুরের সাদা মাটি:  বাংলাদেশের চতুর্থ ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হলো বিজয়পুরের সাদা মাটি। ৬ ফেব্রুয়ারি ২০১৭ নিবন্ধিত হয় এবং ১৭ জুন ২০২১ সনদ প্রাপ্ত হয়। আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান : জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোনা।

৫.কাটারীভোগ: পঞ্চম ভৌগলিক নিদের্শক (জিআই) পণ্য দিনাজপুর কাটারীভোগ। যা ৬ ফেব্রুয়ারি ২০১৭ নিবন্ধিত হয় এবং সনদ প্রাপ্ত হয় ১৭ জুন ২০২১সালে।আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান :বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)

৬.কালিজিরা: ষষ্ঠ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কালিজিরা। ৭ ফেব্রুয়ারি ২০১৭ নিবন্ধিত হয় এবং সনদ প্রাপ্তি : ১৭ জুন ২০২১ সালে। আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)

৭.শতরঞ্জি: সপ্তম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য রংপুরের শতরঞ্জি। এটা নিবন্ধিত হয ১১ জুলাই ২০১৯ এবং সনদ পায় ১৭ জুন ২০২১। আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প।

৮.রাজশাহী সিল্ক: রাজশাহী সিল্ক হলো দেশের ৮ম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। নিবন্ধিত হয় ২৪ সেপ্টেম্বর ২০১৭ এবং সনদ প্রাপ্তি ১৭ জুন ২০২১ সালে। আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ( BSDB)

৯.ঢাকাই মসলিন: দেশের ৯ম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হলো ঢাকাই মসলিন। নিবন্ধিত হয় ২ জানুয়ারি ২০১৮এবং সনদ প্রাপ্তি ১৭ জুন ২০২১। আবেদনকারী ও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান : বাংলাদেশ তাঁত বোর্ড (BHB)।

১০.বাগদা চিংড়ি: বাংলাদেশের দশম জিআই পন্য বাগদা চিংড়ি। ২৪ এপ্রিল ২০২২ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য বলে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হয়।

১১.ফজলি আম: বাংলাদেশের ১১ তম জিআই পণ্য রাজশাহীর বিখ্যাত ফজলি আম।

১২.তুলসীমালা ধান: শেরপুরের তুলসীমালা ধান দেশের ১২তম জিআই পণ্য। 

১৩.ল্যাংড়া আম: চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম বাংলাদেশের ১৩তম জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য।

১৪.আশ্বিনা আম: চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম হলে দেশের ১৪তম জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য।

১৫.বগুড়ার দই: বগুড়ার বিখ্যাত দই দেশের ১৫ তম জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য।

১৬.শীতলপাটি: সিলেটের শীতলপাটি হলো দেশের ১৬ তম জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য। ২০ জুলাই ২০২৩ স্বীকৃতি পায়।

১৭.কাঁচাগোল্লা: নাটোরের কাঁচাগোল্লা দেশের ১৭ তম জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য। স্বীকৃতি পায় ৮ আগস্ট ২০২৩।

১৮.ব্ল্যাক বেঙ্গল ছাগল: ব্ল্যাক বেঙ্গল ছাগল হল বাংলাদেশের ১৮ তম জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্য। 

১৯.চমচম: ১৯ তম জিআই বা ভৌগলিক নির্দেশক পণ্য হল টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম ।

২০.রসমালাই: কুমিল্লার রসমালাই হল দেশের ২০ তম ভৌগোলিক নির্দেশক বা জিআই পন্য।

২১.তিলের খাজা: সর্বশেষ জিআই পণ্য বা ২১তম জিআই পণ্য হল কুষ্টিয়ার তিলের খাজা। ৯ই জানুয়ারি ২০২৪ সালে নিবন্ধিত হয়। 
Next Post Previous Post
19 Comments
  • Unknown
    Unknown ২৪ এপ্রিল

    Nice

  • Sumonblogs
    Sumonblogs ০১ মে

    ভালো লাগছে

  • Admin
    Admin ০৮ মে

    কালিজিরা আছে।
    অনেক ভালো একটি কনটেন্ট।।।

  • Alha Khan
    Alha Khan ১০ মে

    Nice web

  • Rabbil
    Rabbil ১৮ মে

    outstanding

  • Movelover276
    Movelover276 ১৮ মে

    Wow

  • Movelover276
    Movelover276 ১৮ মে

  • Rakib Hasan
    Rakib Hasan ২০ মে

    শিক্ষণীয় একটি পোস্ট, পড়ে খুব ভালো লাগলো বাংলাদেশের ভৌগলিক নির্দেশক স্বীকৃতি পাওয়া নয়টি পণ্য বিষয়ে জানতে পারলাম।

  • Sohel
    Sohel ২১ মে

    this content very helpfull

  • Emtiaz Ahmed Rasel
    Emtiaz Ahmed Rasel ২৫ মে

    এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

  • Tanvirahmed50784@gmail
    Tanvirahmed50784@gmail ০৩ জুন

    অনেক ভালো লাগলো লেখাটি পড়ে

  • Dalim Kumar Sharma
    Dalim Kumar Sharma ১০ জুন

    এগুলো জন্য আমরা গর্বিত। জয় বাংলা।

  • Dailysprots
    Dailysprots ০৩ জুলাই

    So amazing post

  • AquaticInformationBD
    AquaticInformationBD ০৩ জুলাই

    Amazing tricks

  • Prosenjit Saha
    Prosenjit Saha ১২ জুলাই

    Amazing

  • Nipa Mojumder
    Nipa Mojumder ২০ জুলাই

    Now,i can gain total knowledge in GI products. It is really helpful to all.

  • sinjol
    sinjol ২২ জুলাই

    This is our beautiul mother Bangladesh.

  • Md faysal
    Md faysal ২৬ জুলাই

    Beautiful

  • Kafi
    Kafi ২৮ জুলাই

    Informative post

Add Comment
comment url