মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ

মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে:


১. আমার বাড়ি আমার খামার 
২.আশ্রয়ণ প্রকল্প 
৩.ডিজিটাল বাংলাদেশ 
৪.শিক্ষা সহায়তা কার্যক্রম 
৫.নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ 
৬.সবার জন্য বিদ্যুৎ 
৭.সামাজিক নিরাপত্তা কর্মসূচি 
৮.কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য 
৯.বিনিয়োগ বিকাশ ও 
১০.পরিবেশ সুরক্ষা। 

উল্লেখিত, উদ্যোগগুলো একদিকে জনগণের মৌলিক অধিকার রক্ষা করছে অন্যদিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং তথ্যপ্রযুক্তির উন্নয়নের উৎকর্ষতা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে তথা জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। এইসকল প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা থেকে বিভিন্ন পুরস্কারে ঘোষিত হয়েছেন। তারমধ্যে champions of the earth পুরষ্কার অন্যতম।

Next Post Previous Post
5 Comments
  • Admin
    Admin ০৮ মে

    good

  • Sohel
    Sohel ২১ মে

    this content very helpfull

  • Nipa Mojumder
    Nipa Mojumder ২০ জুলাই

    To read your blog,we have perfect knowledge about this matter. Thanks for this.

  • sinjol
    sinjol ২২ জুলাই

    Respected Prime Minister doing his best for the bright futur of Bangladesh.

  • Kayser Rakib
    Kayser Rakib ২৫ জুলাই

    Inshaallah, our prime minister will develop our Country more day by day 💜

Add Comment
comment url