ইউনিসেফ কি বিস্তারিত জানুন।

UNICEF এর পূর্ণরূপ কি?

জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল বা United Nations International Children's Emergency Fund (ইউনিসেফ/ UNICEF) জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে।  


ইউনিসেফ এর উদ্দেশ্য কি?

এটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সাহায্য প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এই প্রতিষ্ঠানটি মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে কাজ করে। ১৯৫০ পরবর্তী সময় থেকে প্রতিষ্ঠানটি স্বল্প উন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। ১৯৪ টি দেশ এর সদস্য ভুক্ত। ১৯৫১ সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হয়, তবে ১৯৭৭ সাল থেকে এই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে এদেশের মা ও শিশুর উন্নয়নে কাজ করছে।

ইউনিসেফের সদর দপ্তর কোথায়?

এই প্রতিষ্ঠানটি এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। এবং প্রতিষ্ঠানটি ১৯৬৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়।
Next Post Previous Post
2 Comments
  • Admin
    Admin ০৮ মে

    This content helpful

  • Sohel
    Sohel ১১ মে

    ai content amar jonno khub upokar hoiyeche thanks sir

Add Comment
comment url