টেকসই উন্নয়নের অভীষ্ট, লক্ষ্যমাত্রাসমূহ
টেকসই উন্নয়নের অভীষ্ট কতটি?
টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাসমূহ
১.দারিদ্র বিলোপ
২.ক্ষুধা মুক্তি
৩.সুস্বাস্থ্য ও কল্যাণ
৪.গুণগত শিক্ষা
৫ জেন্ডার সমতা
৬.নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
৭.সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
৮.শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯.শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো উন্নয়ন
১০.অসম হ্রাস
১১.টেকসই নগর ও জনপদ
১২.পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন
১৩.জলবায়ু কার্যক্রম
১৪.জলজ জীবন
১৫.স্থলজ জীবন
১৬.শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
১৭.অভীষ্ট অর্জনে অংশিদারিত্ব।
কোন অবস্থার ইতিবাচক পরিবর্তন হলো উন্নয়ন। টেকসই উন্নয়ন হলো একটি সামগ্রিক ধারণা, যেখানে মানুষের চাহিদা পূরণ করতে প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহৃত হবে, তবে নিঃশেষ হয়ে যাবে না বা ক্ষতি হবে না। উন্নয়নের ফলাফল বিবেচনা করে ক্ষতিকর প্রভাব প্রশমনের জন্য আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
টেকশই উন্নয়ন হলো পরিবেশের অল্প ক্ষতি করে অধিক উন্নয়ন নিশ্চিত করা
Helpful article..