বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে বিস্তারিত পড়ুন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কি?

বাংলাদেশের প্রথম ভূস্থির বা Geostationary যোগাযোগ ও সম্প্রচার কৃত্তিম উপগ্রহ হল বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ । 

কত তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করে?
বিশ্বে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশে হিসেবে ৫৭ তম দেশ। 


বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?

এই স্যাটেলাইট টি ১১ ই মে (বাংলাদেশ সময় ১২ ই মে) ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। যা ছিল ফ্যালকন ৯ ব্লক- ৫ রকেটের পেলোড উৎক্ষেপণ। এই স্যাটেলাইট টি ফ্রান্সের থেলিস আলেনিয়া স্পেস দ্বারা নকশা ও তৈরি করা হয়েছে। এটি ১৬০০ মেগাহার্টজ ক্ষমতাসম্পন্ন যা ৪০ টি কে-ইউ এবং সি-ব্যান্ড ট্রান্সপন্ডার বহন করছে। এই স্যাটেলাইটটির আয়ুষ্কাল ধরা হয়েছে ১৫ বছর । 

এটি নির্মাণ করতে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। এখন এটির ব্যান্ডউইথ এবং ফ্রিকুয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত এলাকা যেমন- হাওড়া এবং পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে। এবং ইন্টারনেট ও ব্যাংকিং সেবা, টেলিমেডিসিন ও দূরশিক্ষণ ব্যবস্থা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হয়েছে। বিদেশি নির্ভরতা কমিয়ে টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার সঠিকভাবে পরিচালনার জন্য এর উপর নির্ভর করছে। ফলে দেশেই থাকছে দেশের টাকা। বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে গেলে এই স্যাটেলাইটের মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ চালু রাখা সম্ভব । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ ই জুন বেতবুনিয়ায় ভূ- উপগ্রহ কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে যে স্বপ্নের বীজ রোপণ করেছিলেন, সেই স্বপ্ন মহীরূহে পরিণত হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মধ্য দিয়ে। এই স্যাটেলাইটের বাইরের অংশে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং এর নকশার উপরে ইংরেজিতে লেখা আছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু-১ । এবং স্যাটালাইটটিতে বাংলাদেশ সরকারের মনোগ্রাম আছে। যা বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচয় বহন করছে। 

পরিশেষে বলা যায়, বাংলাদেশের তথ্য প্রযুক্তির ইতিহাস বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি যুগান্তকারী পদক্ষেপ। যার মধ্য দিয়ে বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে অনেক উচ্চতায় পৌঁছে গেছে।
Next Post Previous Post
1 Comments
  • Admin
    Admin ০৮ মে

    বাংলাদেশ

Add Comment
comment url