১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কী?

ঊনসত্তরের গণঅভ্যুত্থান কীঃ  ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আইয়ুব খানের শাসনের অবসান ঘটে। ১৯৬৯ সালের জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন। ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আওয়ামী লীগের ৬ দফা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয়। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে।

১৯৬৯ সালের ২০শে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ নিহত হয়। আসাদ নিহত হওয়ার পর এই আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।১৯৬৯ এর ১৫ই ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হক কে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয়। ১৬ ই ফেব্রুয়ারি পাকিস্তানি হানাদার বাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শামসুজ্জোহা কে নির্মমভাবে হত্যা করে।
এইসব খবরে সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। সামরিক সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোন উপায় খুঁজে না পেয়ে ২৫ শে মার্চ ১৯৬৯ সালে জেনারেল আইয়ুব খান কতার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন। বাংলার ছাত্র-জনতা এভাবেই তাদের আন্দোলনে সফলতা লাভ করে।
Next Post Previous Post
1 Comments
  • Admin
    Admin ০৮ মে

    ভালো

Add Comment
comment url