আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে?
আব্দুল্লাহ উপন্যাসের লেখক কে?
ক) কাজী ইমদাদুল হক
খ) মীর মােশাররফ হােসেন
গ) ইসমাইল হােসেন সিরাজী
ঘ) মােজাম্মেল হক
ব্যাখ্যা: কাজী ইমদাদুল হকের বিখ্যাত উপন্যাস আব্দুল্লাহ। উপন্যাসটি ১৯৩২ সালে গ্রনহাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসটির জন্য তিনি অধিক খ্যাত। তাঁর অন্যান্য গ্রন্থ গুলাের মধ্যে উল্লেখযােগ্য হচ্ছেঃ - আঁখিজল, নবীকাহিনী, কামারের কাণ্ড, আলহামরা প্রভৃতি।