বাংলাদেশের কোন উপজাতির পারিবারিক কাঠামাে মাতৃতান্ত্রিক?

বাংলাদেশীয় কোন উপজাতির পারিবারিক কাঠামাে মাতৃতান্ত্রিক?

ক) গারাে

খ) খাসিয়া

গ) মারমা

ঘ) চাকমা

ব্যাখ্যা: গারাে সম্প্রদায়ের মানুষ নিজেদের মান্দি' হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। এরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল এবং গাজীপুরে বসবাস করে। এদের আদি নিবাস ছিল তিব্বতে। গারােদের আদি ধর্মের নাম সাংসারেক। এদের ভাষার নাম আচিক খুসিক। এদের প্রধান উৎসব ওয়ানগালা। গারােরা মাতৃতান্ত্রিক পরিবারে বসবাস করে।

Next Post Previous Post
1 Comments
  • Rabbil
    Rabbil ১৮ মে

    মারমা

Add Comment
comment url