মার্কসবাদ কাকে বলে?

মার্কসবাদ বলতে কি বোঝায়?

রাষ্ট্রদর্শনের ইতিহাসে সমাজ পরিবর্তনে যে সকল মতবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম মতবাদ হলাে মার্কসবাদ। বিগত শতকের রাজনীতি, অর্থনীতি ও ইতিহাসের গতি নির্ধারণে মার্কসবাদের ভূমিকা অপরিসীম। এই মতবাদের প্রবক্তা স্বয়ং কার্ল মার্কস। মার্কসবাদ শব্দটির সাথে পৃথিবীর অধিকাংশ মানুষই পরিচিত।

মার্কসবাদ কি?
মার্কসবাদ বলতে একান্তভাবে কার্ল মার্কসের দর্শনকে বুঝানাে হয়। তবে দর্শনে মার্কসবাদ কার্ল মার্কসের দর্শনকে বুঝানাে হয় না। মার্কসবাদ হলাে একটি সঠিক সমাজ দর্শন, একটি সামগ্রিক চিন্তাধারাও তত্ত্বচিন্তা। মার্কসবাদের অন্যতম বিষয় হলাে পুঁজিবাদী সমাজব্যবস্থার পতন ও শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। কার্ল মার্কস শােষিত মানুষের জীবন ধারার পরিবর্তনের জন্য এই মতবাদটি উপস্থাপন করেন। ফলে বিশ্ব সমাজব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। তিনি বস্তুবাদী দর্শনের উপর বেশি জোর দিয়েছে। এজন্য এই মতবাদকে দ্বান্দ্বিক বস্তুবাদ বলা হয়। মার্কসবাদী বিশ্ব-দর্শন প্রতিষ্ঠার ক্ষেত্রে মাকর্সকে সহযােগিতা করেছিলেন ফ্রেডারিক এঙ্গেলস। মার্কসবাদ প্রচারের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

পরিশেষে বলা যায়, মার্কসবাদ একটি জীবনমুখী দর্শনের প্রকৃষ্ট উদাহরণ। জীবন ও সমাজের বাস্তবতা থেকেই মার্কসবাদের উৎপত্তি। এটি একটি জীবন্ত বিপ্লবী শিক্ষা। নতুন জ্ঞান ও অভিজ্ঞতার আলােকে এই শিক্ষা ক্রমবর্ধমান বিকশিত হচ্ছে।
Next Post Previous Post
2 Comments
  • Liton
    Liton ১২ মে

    Nice

  • Admin
    Admin ১৫ মে

    Good

Add Comment
comment url