দ্বান্দ্বিক বস্তুবাদ কী ? দ্বান্দ্বিক বস্তুবাদ কাকে বলে?
কার্ল মার্কস হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিকে বস্তুবাদী দর্শনের পদ্ধতি হিসেবে গ্রহণ করেন। দ্বান্দ্বিক বস্তুবাদীর নীতির উপর ভিত্তি করে মার্কসীয় দর্শন প্রতিষ্ঠিত হয়। তাই মার্কসীয় দর্শন বলতে দ্বান্দ্বিক বস্তুবাদকে বুঝানাে হয়। বস্তুবাদ অনুসারে বস্তুই জগতর মূল। মার্কসীয় দর্শনে জড়বস্তুকে জগতের মূল বলা হয়।
তবে মার্কসীয় দর্শনে বস্তুবাদ একটি বিশেষ দৃষ্টিভঙ্গি হিসেবে গৃহীত হয়েছে। এখানে সবকিছু প্রাকৃতিক বস্তু ও জগতের মাধ্যমে ব্যাখ্যা দেয়া হয়। সবকিছু প্রমাণ সাপেক্ষে গ্রহণ করা হয়। এজন্য কার্ল মার্কস দ্বান্দ্বিক পদ্ধতি ব্যবহার করে বস্তুবাদকে ব্যাখ্যা করেছেন। তার পূর্বের বস্তুবাদী দর্শনে এই পদ্ধতি ব্যবহৃত হয় নি। কার্ল মার্কস তার মার্কসবাদে সকল বস্তুবাদকে যান্ত্রিক বস্তুবাদ বলে উল্লেখ করেছেন। এটি একটি তাত্ত্বিক মতবাদ। বস্তুবাদের কোনাে প্রয়ােগিক দিক নেই।
যাই হােক, দ্বান্দ্বিক বস্তুবাদ হলাে দার্শনিক লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি এবং দ্বান্দ্বিকতা হলাে পদ্ধতি। এটি এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যা দর্শনের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানে ব্যবহৃত হয়।
পরিশেষে বলা যায় যে, দ্বান্দ্বিক বস্তুবাদের মূলকথা হলাে, সত্তাই চেতনাকে নির্ধারিত করে, চেতনা সত্তাকে নির্ধারিত করে না। মার্কসবাদে দ্বান্দ্বিক বস্তুবাদ বলতে বুঝায়, হেগেলীয় দর্শনকে যথাযথভাবে প্রতিস্থাপন করা মাত্র।
Nice
Helpful