বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি? বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে? বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কি বুঝায়?
সমাজতন্ত্রের ইতিহাসের উৎপত্তি ১৯১৭ সালের রুশ বিপ্লব এবং তার থেকে উদ্ভূত পরিবর্তনের ভেতরে নিহিত, যদিও এটি আগের আন্দোলন এবং ধারণা থেকেও বিভিন্ন ধারণা গ্রহণ করেছে। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ইস্তেহার বইটিতে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কথাটি ব্যবহার করা হয়। বইটি ১৮৪৮ সালের সামান্য আগে লেখা হয় এবং বইটি পুরো ইউরোপকে নাড়িয়ে দিয়েছিল।
বৈজ্ঞানিক সমাজতন্ত্র: দাসযুগ ছাড়াই প্রায় সকল যুগের সমাজে শ্রেণিসংগ্রাম ছিল। পুঁজিবাদী সমাজব্যবস্থায় শ্রেণি বৈষম্য বিরাট আকার ধারণ করেছিল। এরূপ সমাজব্যবস্থার জাঁতাকলয়থেকে সাধারণ মানুষের মুক্তি দেয়ার জন্য বিশিষ্ট সমাজতাত্ত্বিক কার্ল মার্কস ও এঙ্গেলস সমাজতান্ত্রিক অর্থনীতির একটি রূপরেখা প্রদান করেন। যা সমগ্র বিশ্বে ব্যাপক আলােড়ন সৃষ্টি করেছিল। কার্ল মার্কস ও এঙ্গেলস সমাজতন্ত্রের রূপরেখা বৈজ্ঞানিক যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে নির্ধারণ করেছিল। তাই এরূপ সমাজতন্ত্রকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলা হয়।
সমাজে পুঁজিবাদের চরম বিকাশ ঘটলে শ্রমিক শ্রেণি আত্মসচেতন হয়ে উঠে। শ্রমিক আন্দোলন পুঁজিবাদের সমাজব্যবস্থার ভিত নাড়িয়ে দেয়। কেননা পুঁজিবাদী সমাজে শিল্পের ব্যাপক উন্নতি ঘটে। ফলে শ্রমিক শ্রেণি বেকার হয়ে পড়ে। তাদের মানবতার জীবনযাপন তাদেরকে আন্দোলন বিপ্লবের পথ দেখায়। এভাবে শ্রমিক শ্রেণি বিপ্লবের মাধ্যমে সকল ক্ষমতা হস্তগত করে নেয়। ফলে সমাজব্যবস্থার সাথে অর্থনৈতিক ব্যবস্থা জড়িত এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত। তাই একে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলে অভিহিত করা হয়।
খুবই ভালো একটি পোস্ট।শেয়ার করার জন্য আপনাদের প্রতি রইল অসংখ্যা 💓💓ভালোবাসা💓💓
পরিবেশের উন্নয়ন সমাজ উন্নয়ন মুলক কর্ম পড়তে চাইলে ভিজিট করুন
www.countrydevelopmentabcinfo.blogspot.com
informative..