ভাব সম্প্রসারণ: চকচক করলেই সোনা হয় না

ভাব সম্প্রসারণ: "চকচক করলেই সোনা হয় না"

ভাব-সম্প্রসারণ :
উজ্জ্বল দেখালেই তা খাঁটি প্রমাণিত হয় না। একইভাবে বাইরের চাকচিক্য দেখে ভেতরের সত্য উপলব্ধি করা যায় না । বস্তুত অন্তরের সত্যটাই বড়, অন্তর্নিহিত বস্তুটাই সঠিক ও মূল্যবান।

মানুষ স্বাভাবিকভাবেই সৌন্দর্যপ্রিয়। সুন্দরকে সে পছন্দ করে। তাই সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়। যেকোনো জিনিসের বাইরের চাকচিক্য ও ঔজ্জ্বল্য তাকে মুগ্ধ করে। ফলে সে প্রতারিত হয়, হতাশা তাকে গ্রাস করে। এ কারণে যেকোনো জিনিস পরখ করে নিলে ঠকার সম্ভাবনা থাকে না। পরখ করার জন্য সময়, ধৈর্য ও দক্ষতা দরকার। আজকের দিনে চকচকে ও উজ্জ্বল জিনিসের আড়ালে ভেজালের আড়ম্বর থাকে। কমদামি ও নকল জিনিসকে দামি করার জন্য উজ্জ্বলতা দান করা হয়। এতে মানুষ সহজেই আকৃষ্ট হয়। আমাদের সমাজেও এখন অনেকে বাইরের ঠাঁট বজায় রাখে। পোশাক-আশাকে, চাল-চলনে, কথাবার্তায় এরা যেমন চটপটে তেমনি অভিজাত্য ফুটিয়ে তোলায় দক্ষ। এরা মূলত ধান্দাবাজ, স্বার্থপর ও প্রতারক। সমাজের জন্য এরা ক্ষতিকর। বাস্তব জীবনে যেকোনো কাজে সচেতন ও সতর্ক থাকতে হয়। চকচকে জিনিসের প্রতি আকর্ষিত না হয়ে খাঁটি চিনিসটি পরখ করে নিতে হয়।
Next Post Previous Post
4 Comments
  • Dailysprots
    Dailysprots ০৩ জুলাই

    Thank for post

  • AquaticInformationBD
    AquaticInformationBD ০৩ জুলাই

    Boi a porechi eta
    Onk informative facts 💖

  • Rayhan blog
    Rayhan blog ০৬ জুলাই

    Very nice 🥰 bro

  • VIRTUAL TECHNOLOGY
    VIRTUAL TECHNOLOGY ০৭ জুলাই

    onek sondor artical

Add Comment
comment url