কাল কাকে বলে? ক্রিয়ার কাল কত প্রকার এবং কী কী?

ক্রিয়ার কাল কাকে বলে?

ক্রিয়ার কাল বোঝাতে সংস্কৃতে 'ল' পরিভাষাটি ব্যবহৃত হতো। বাংলা ভাষায় স্বতন্ত্র কোনো পরিভাষা নেই। মানবজীবনের সাথে কর্ম নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। মানুষ সৃষ্টির শুরু থেকেই কাজ করেছে, করছে এবং ভবিষ্যতেও করবে। এই ক্রিয়া সম্পাদনের সময়কেই ক্রিয়ার কাল বলে। অর্থাৎ‍ ক্রিয়া বা কাজ যে সময়ে সংঘটিত বা সম্পাদিত হয়েছিল, হচ্ছে বা হবে সেই সময়ই ক্রিয়ার কাল বলে বিবেচিত। যেমন-

১. আমরা বই পড়ি। ‘পড়া' ক্রিয়াটি এখন অর্থাৎ‍ বর্তমানে সংঘটিত হচ্ছে।
২. কাল তুমি শহরে গিয়েছিলে। 'যাওয়া' ক্রিয়াটি পূর্বে অর্থাৎ অতীতে সম্পন্ন হয়েছে। 
৩. আগামী কাল স্কুল বন্ধ থাকবে। বন্ধ থাকা' কাজটি পরে বা ভবিষ্যতে সম্পন্ন হবে।

ক্রিয়ার কাল কত প্রকার ও কি কি?

কালের প্রকারভেদ:
ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার। তথা:  

বর্তমান কাল
অতীত কাল 
ভবিষ্যৎ কাল 

বর্তমান কাল কাকে বলে?
যে ক্রিয়া পদ দ্বারা বর্তমান সময় সংঘটিত হচ্ছে এমন কোন কাজ, অভ্যাস ও চিরন্তন সত্য বোঝায় তাকে বর্তমানকাল বলে। যেমন- আমি কাজ করছি। সূর্য পূর্ব দিকে ওঠে । আনোয়ার রোজ চা পান করে।
 
সাধারণ বর্তমান কাল কাকে বলে?
যে ক্রিয়া বর্তমানে সাধারণ ভাবে ঘটে, তার কালকে সাধারণ বর্তমান কাল বলে । যেমন- সে ভাত খায়। আমি বাড়ি যাই। 

নিত্যবৃত্ত বর্তমান কাল কাকে বলে?
স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে। যেমন- সন্ধ্যায় সূর্য অস্ত যায়। (স্বাভাবিকতা) আমি রোজ সকালে বেড়াতে যাই। (অভ্যস্ততা)

ঘটমান বর্তমান কাল কাকে বলে?
যে কাজ শেষ হয়নি, এখনও চলছে, সে কাজ বোঝাবার জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন- হাসান বই পড়ছে। নীরা গান গাইছে।

পুরাঘটিত বর্তমান কাল কাকে বলে? 
ক্রিয়া পূর্বে শেষ হলেও তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন- এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এতক্ষণ আমি অঙ্ক করেছি।

বর্তমান অনুজ্ঞা কাকে বলে? 
ক্রিয়ার সাহায্যে বর্তমান কালে কোন আদেশ, উপদেশ, অনুরোধ,অভিশাপ, আশীর্বাদ, প্রার্থনা বুঝালে বর্তমান অনুজ্ঞা হয়। যেমন- আল্লাহ তোমার মঙ্গল করুন। এখান থেকে চলে যাও।

অতীত কাল কাকে বলে?

যে ক্রিয়ার কাল অতীত হয়ে গেছে অর্থাৎ কাজটি পূর্বে শেষ হয়ে গেছে বোঝায় সেই ক্রিয়ার কালকে অতীত কাল বলে। যেমন- আমি বইটি পড়েছি। মা নামাজ পড়েছেন। বাবা বাড়ি ফিরেছেন।

সাধারণ অতীত কাল কাকে বলে? 
কাজটি অল্প কাল পূর্বে শেষ হয়েছে বোঝালে তাকে সাধারণ অতীত কাল বলে। অর্থাৎ সাধারণ অতীত কাল বর্তমান কালের কিছু পূর্বে শেষ হয়েছে বোঝায়। যেমন— কাজটি খুব মন দিয়ে করলাম। রিপা খাওয়া শেষ করল।

ঘটমান অতীত কাল কাকে বলে?
অতীতে কাজটি কিছু সময় ধরে চলছিল বোঝালে তাকে ঘটমান অতীত কাল বলে। যেমন- আবির বাগানে খেলছিল। কাল বিকেলে আমরা ফুটবল খেলছিলাম।

পুরাঘটিত অতীত কাল কাকে বলে?
যে কাজ অতীতে সংঘটিত হয়েছে এবং যার ফলের প্রভাবও শেষ হয়ে গেছে সেই কাজের কালকে পুরাঘটিত অতীত কাল বলে। যেমন গত বছর তার পরীক্ষা শেষ হয়েছে। দায়িত্বটি আমি পালন করেছিলাম।

নিত্যবৃত্ত অতীত কাল কাকে বলে?
অতীতে রোজ রোজ ঘটত এখন ক্রিয়ার কালকে নিত্যবৃত্ত অতীত কাল বলে। যেমন- রোজ মায়ের কাছে গল্প শুনতাম। বিকেলে দাদা বেড়াতে নিয়ে যেতেন।

ভবিষ্যৎ কাল কাকে বলে?

যে ক্রিয়া ভবিষ্যতে সংঘটিত হবে বোঝায় তাকে ক্রিয়ার ভবিষ্যৎ কাল বলে। যেমন— মনন কাল বাড়ি যাবে। শিউলি স্কুলে ভর্তি হবে।

সাধারণ ভবিষ্যৎ‍ কাল কাকে বলে?
যে কাজ এখনও শুরু হয়নি, ভবিষ্যতে হবে তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে। যেমন- আমি ঢাকা যাব। তুলি গান গাইবে।

ঘটমান ভবিষ্যৎ কাল কাকে বলে?
যে ক্রিয়া ভবিষ্যতে আরম্ভ হয়ে চলতে থাকবে বোঝায় তাকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে। যেমন- আমি সারা জীবন গান গাইব। জেলেরা সারা জীবন মাছের উপর নির্ভর করে থাকবে।

পুরাঘটিত ভবিষ্যৎ কাল কাকে বলে?
ভবিষ্যৎ কালে একই বাক্যে দুটি ক্রিয়া থাকলে অপেক্ষাকৃত পূর্বে যে ক্রিয়ার কাল থাকবে তাকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে। যেমন তুমি বলার আগেই আমি কাজটি করে ফেলব। হয়তো কখনো তোমাকে বলে থাকব।

ভবিষ্যৎ অনুজ্ঞা কাকে বলে?
ভবিষ্যতে কোনো কাজ করার জন্য আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝালে তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলে। যেমন-- আশা করি সফল হবে। ভালো ফল পেতে অপেক্ষা করো।
Next Post Previous Post
4 Comments
  • Dailysprots
    Dailysprots ০৩ জুলাই

    Thank for post

  • VIRTUAL TECHNOLOGY
    VIRTUAL TECHNOLOGY ০৭ জুলাই

    onek sondor artical

  • SG
    SG ১২ জুলাই

    Tnx

  • Shuchi
    Shuchi ০১ আগস্ট

    Very informative topic

Add Comment
comment url