জনশুমারি কি?

জনশুমারি কাকে বলে?

জনশুমারি ও গৃহগণনা বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশে পরিচালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যাপকভিত্তিক পরিসংখ্যানিক কার্যক্রম। জনসংখ্যার হিসাব, জনগণের আর্থসামাজিক ও জনমিতিক বৈশিষ্ট্যসমূহসহ বিস্তৃত গৃহ পরিসংখ্যান সরবরাহ করে।

জাতিসংঘের নির্দেশিকা অনুযায়ী 'জনশুমারি হচ্ছে একটি দেশ বা সীমানাবেষ্টিত অঞ্চলের সকল ব্যক্তির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় সম্পর্কিত সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ, সংকলন এবং প্রকাশের সার্বিক প্রক্রিয়া'। জনশুমারি ও গৃহগণনায় প্রধানত দুটি অংশ রয়েছে। 

(১) জনশুমারি-যা নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল ব্যক্তির আর্থসামাজিক ও জনমিতিক উপাত্ত ক্ষুদ্রতর ভৌগোলিক স্তর পর্যন্ত মৌলিক তথ্য সরবরাহ করে এবং 

(২) গৃহগণনা- যা নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল আবাসিক ইউনিটের সংখ্যা, অবস্থা এবং আবাসিক ইউনিটগুলোতে বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কিত উপাত্ত ক্ষুদ্রতর ভৌগোলিক স্তর পর্যন্ত মৌলিক তথ্য সরবরাহ করে।

দেশের আর্থসামাজিক ও জনমিতিক বৈশিষ্ট্যসমূহ এবং জনসংখ্যার আকারের নির্ভরযোগ্য ও বিস্তারিত তথ্যের প্রধান উৎস হচ্ছে জনশুমারি ও গৃহগণনা। সরকার, গবেষক, প্রশাসক, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীসহ অন্যান্য ব্যবহারকারীগণ যাতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে শুমারির তথ্য ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যে শুমারি হতে প্রাপ্ত তথ্য শ্রেণিবিন্যস্ত ও সারণিভুক্ত করে প্রকাশ করা হয়।
Next Post Previous Post
1 Comments
  • ROHIT DAS
    ROHIT DAS ২৮ জুলাই

    ভালো লিখছেন।

Add Comment
comment url