গ্রিনপিস কি?

গ্রিনপিস বলতে কি বুঝায়?
 
গ্রিনপিস(Green Peace) হল একটি বেসরকারী আন্তর্জাতিক পরিবেশবাদি সংস্থা। বিশ্বের পঞ্চান্নটি দেশে এর শাখা রয়েছে যা নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে পরিচালিত হয়। এই সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতি পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা। ষাটের এবং সত্তোরের দশকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভারে পারমাণবিক শক্তির বিরোধিতা করার মাধ্যমে এই সংস্থাটিস সূচনা ঘটে। আলাস্কায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ১৫ই সেপ্টেম্বর ১৯৭১ সালে সদ্য প্রতিষ্ঠিত ডোন্ট মেক এ ওয়েভ কমিটি ফিলিস কোরম্যাক নামের একটি জাহাজ ভ্যানকুভার থেকে পাঠায়। ফিলিস কোরম্যাক জাহাজটির নাম সেসময় পরিবর্তন করে গ্রিনপিস রাখা হয়। পরবর্তীতে ডোন্ট মেক এ ওয়েড কমিটিও গ্রিনপিস নামটি ধারণ করে।

• প্রতিষ্ঠাকালঃ ১৯৭১ সালে।
• পুরাতন নামঃ ডোন্ট মেক এ ওয়েভ।
• সদর দপ্তরঃ আমস্টারডাম, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন।
• উদ্দেশ্যঃ পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতি পালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
• নির্বাহি পরিচালকঃ কুমি নাইডু।
• সভাপতিঃ আয়েশা ইমাম (নাইজেরিয়া)।


 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url