VPN এর পূর্ণরূপ কি? এর সুবিধাসমূহ কি কি?

VPN এর পূর্ণরূপ পুরো নাম কি?

ইন্টারনেটের জগতে নিজেকে এবং নিজের তথ্যকে সুরক্ষা রাখতে আমরা অনেকেই VPN ব্যবহার করে থাকি ‌। VPN সাহায্য আমরা কোন প্রকার ব্যক্তিগত তথ্য উপাত্ত প্রদান না করেই স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারি। যার ফলে দিন দিন ভিপিএন ( VPN) এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন কাজে ইন্টারনেট ব্যবহারের সময় ভিপিএন (VPN) ব্যবহার করলেও অনেকেই VPN এর পূর্ণরূপ/ full form কিংবা abbreviation জানি না। চলুন জেনে নেওয়া যাক,

ভিপিএন এর পূর্ণরূপ কী?

ভিপিএন এর পূর্ণরূপ হলো "ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক"
 
VPN এর পূর্ণরূপ কি? 

VPN এর পূর্ণরূপ হলো Virtual Private Network.

VPN stands for "virtual private network" 

ভিপিএন এর পুরো নাম কি?

"ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক"

VPN = virtual private network. 

VPN হল একটি "ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক"

VPN (Virtual Private Network) - একটি পরিষেবা যা আপনাকে অনলাইনে ব্যক্তিগত থাকতে সাহায্য করে৷ একটি VPN আপনার কম্পিউটার এবং ইন্টারনেটের মধ্যে একটি নিরাপদ, এনক্রিপ্ট করা সংযোগ স্থাপন করে, যখন আপনি সর্বজনীন নেটওয়ার্ক ব্যবহার করেন তখন আপনার ডেটা এবং যোগাযোগের জন্য একটি ব্যক্তিগত টানেল প্রদান করে।

ভিপিএন (VPN) virtual private network এর সুবিধাসমূহঃ 

১. ব্যক্তিগত তথ্য নিরাপত্তা থাকে। 
২. লোকেশন শেয়ার না করে ইন্টারনেট ব্যবহার করা যায়।
৩. নিজের IP (আইপি) এড্রেস ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং করা যায়। 
৪. যেকোনো blocked website বা apps ব্যবহার করা যায়।
৫. VPN ইন্টারনেটের স্পিড বাড়িয়ে দেয়।
৬. স্বাধীনভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url