মাইক্রোসফট ওয়ার্ড কী?

মাইক্রোসফট ওয়ার্ড কাকে বলে? 

Microsoft Word হচ্ছে একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়ার যা মাইক্রোসফট দ্বারা প্রস্তুত করা হয়েছে। 
মাইক্রোসফট অফিস 25 অক্টোবর, 1983 সালে মাল্টিটুল ওয়ার্ড নামে জেনিক্স সিষ্টেমের জন্য প্রথম রিলিজ করা হয়েছিল। তারপরে ১৯৯০ সালে সাধারণ মানুষের ব্যবহারের জন্য বাজারে এই মাইক্রোসফট ওয়ার্ড প্রকাশ করা হয়।

আমরা জানি, মাইক্রোসফট ওয়ার্ড অনেকগুলো ভার্সনে রিলিজ হয়েছে যেমন : word- 2003, word- 2007, word- 2010, word- 2015, 2016 হলো সর্বশেষ চলমান মাইক্রোসফট অফিস ওয়ার্ড। বর্তমানে উক্ত ভার্সন গুলোর মাধ্যে এমএস ওয়ার্ডের সফটওয়ার এর কাজ করা হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url