ভিডিও কনফারেন্সিং কী? ভিডিও কনফারেন্সিং এর সুবিধাসমূহ
"ভিডিও কনফারেন্সিং" কি?
ভিডিও কনফারেন্সিং
এটি এমন একটি কনফারেন্সিং ব্যবস্থা যেখান মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অপরকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে।
ভিডিও কনফারেন্সিং একটি বর্ধমান আন্তর্জাতিক যোগ ব্যবস্থা। এক জায়গা বা এক দেশ হতে অন্য দেশ থেকে ব্যক্তি ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং করতে পারে। ব্রড বিশেষ কিছু সফটওয়্যার ব্যবহার করতে হয়। বড় বড়– বিভিন্ন সাধারণ সফটওয়্যার কোম্পানির কোম্পানি তৈরি করা বাণিজ্যিক সফটওয়্যাটগুলি এই বিভিন্ন ব্যবহার করে। তবে সর্বসাধারণের ক্ষেত্রে দেশের বহু দেশের মতো আমাদের দেশের বাইরেও এখন স্কাই বা মেসেঞ্জার ব্যবহার করে ইয়াহুতে খুব ভিডিও কননেন্সিং করে থাকেন।
ভিডিও কনফারেন্সিং এর সুবিধাগুলো
ভিডিও কনফারেন্সিং (Video conferencing) সুযোগ-সুবিধা গুলো হলো:
১) পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সভায় অংশগ্রহণ করা যায়।
২) যাতায়াতের দরকার হয়না বলে সময় অপচয় হয় না।
৩) মোটামুটি খরচ অনেক কম।
৪) Video conferencing রেকর্ড করে রাখা যায়, ফলে যেকোনো সময় আবার দেখা যায়।
৫) শিক্ষা ও স্বাস্থ্য খাতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
৬) বাড়িতে বসেই অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবা নেওয়া যায়।