আকস্মিক বন্যা কী?
আকস্মিক বন্যা কাকে বলে?
ভৌগোলিকভাবে পাহাড়ের পাদদেশীয় নিচু এলাকা যেমন— হাওর, বাওর, বিল, ঝিল, নদী অববাহিকা, হাওর বেসিন এলাকা হঠাৎ দ্রুত ও ক্ষীপ্রগতিতে বন্যায় প্লাবিত হওয়াকে আকস্মিক বন্যা (flash flood) বলে ।
আকস্মিক বন্যা মানে হঠাৎ পথ-ঘাট, ফসলি মাঠ, ব্রিজ, কালভার্ট ভাসিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ খুব অল্প সময়ে স্বল্প বিস্তর জায়গায় এ বন্যা হয়ে থাকে। সাধারণত তুমুল বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, তুষারপাত, বরফগলা, বাঁধভাঙা প্রভৃতি কারণে আকস্মিক বন্যা সংঘটিত হয়। নিয়মিত বা সাধারণ বন্যার সাথে এ বন্যার পার্থক্য হলো এটা আকস্মিকভাবেই ঘটে থাকে। আকস্মিক বন্যা নিয়ে আগাম কিছু বলা বা ধারণা করা কঠিন। মাত্র ৬ ঘণ্টা বা তারও কম সময়ের মধ্যে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। একই মৌসুমে এ ধরনের বন্যা বেশ কয়েকবার হতে পারে। বাংলাদেশে মূলত, উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলায় আকস্মিক বন্যা হয়ে থাকে। বাংলাদেশে আকস্মিক বন্যা হওয়ার প্রধান কারণ উজানে থাকা ভারতের পাহাড়বেষ্টিত মেঘালয় ও আসাম রাজ্যে প্রচুর বৃষ্টিপাত এবং দীর্ঘ সময়ের টানা বর্ষণ ।