সার্বভৌমত্ব কী?

সার্বভৌমত্ব কি?
সার্বভৌমত্ব কাকে বলে?
সার্বভৌমত্ব বলতে কী বুঝায়।
সার্বভৌমত্বের সংজ্ঞা দাও।
রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে সার্বভৌমত্ব অন্যতম। সার্বভৌমত্ব ধারণাটি আধুনিক রাষ্ট্রের ভিত্তি। সার্বভৌমত্ব ছাড়া কোনো রাষ্ট্রের কল্পনা করা যায় না। এ সম্পর্কে Prof. Gettle বলেন The concept of sovereignty is the basis of modern political science. সার্বভৌমত্ব অর্জন না করলে যেমন রাষ্ট্র গঠিত হয় না তেমনি সার্বভৌমত্বের বিলুপ্তির সাথে সাথে রাষ্ট্রেরও বিলুপ্তি ঘটে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো :

সার্বভৌমত্ব : সার্বভৌমত্বের ইংরেজি প্রতিশব্দ হলো 'Sovereignty' যা ল্যাটিন শব্দ Superanus এবং 'Sovrano' থেকে এসেছে। এ দুটি ল্যাটিন শব্দের অর্থ হলো 'Supreme অর্থাৎ প্রধান বা চূড়ান্ত। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে সার্বভৌমিকতা বলতে এক বিশেষ ক্ষমতাকে বুঝায়।

বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সার্বভৌমত্বের সংজ্ঞা দিয়েছেন। যেমন-

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক বার্জেস (Prof. Burgess ) এর মতে, “সার্বভৌমিকতা হলো সকল প্রজা ও তাদের সকল সংগঠনের ওপর আদি, নিরঙ্কুশ ও সীমাহীন ক্ষমতা।”

ব্লাকস্টোন (Blackstone) এর মতে, “সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম, অপ্রতিরোধ্য, শর্তহীন কর্তৃত্ব।” (The supreme,irresistible, absolute, uncontrolled authority.) 

উইলোবি (Willoughby) এর ভাষায়, “সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা।"

Anderson and Christol বলেছেন, "The word sovereignty denotes supreme and final legal authority above beyond which no further legal power exists."

উপর্যুক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি, রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, প্রয়োজনীয় আইন প্রণয়ন, সংশোধন ও বাস্তবায়নের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতার চর্চা। অধীনস্থ সকল সংস্থা ও জনসমষ্টির ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে যে ক্ষমতার ধারণা প্রকাশ পায় তাই সার্বভৌমত্ব ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url