অবস্ট্রাকটিং দ্য ফিল্ড কি

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আমাদের এই আর্টিকেলের আলোচ্য বিষয় হল অবস্ট্রাকটিং দ্য ফিল্ড কী? ‌‌‌‌ নিচে আমরা অবস্ট্রাকটিং দ্য ফিল্ড কী? এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড কথাটা মূলত ক্রিকেটের সাথে জড়িত। অবস্ট্রাকটিং দ্য ফিল্ড হল ক্রিকেটের বিভিন্ন প্রকার আউটের মধ্যে একটি। চলুন জেনে নেওয়া যাক, অবস্ট্রাকটিং দ্য ফিল্ড কী?

আরো পড়ুন: টমোগ্রাফি কী

অবস্ট্রাকটিং দ্য ফিল্ড

বিশ্ব ক্রিকেট সংস্থা ICC`র রুল বুকের ৩৭ নং ধারা অনুযায়ী একজন ব্যাটসম্যানকে আউট করার পদ্ধতি হলো অবস্ট্রাকটিং দ্য ফিল্ড। এ ধারা অনুসারে, ক্রিকেটে যদি ইচ্ছাকৃতভাবে বল আটকানো দ্বারা ফিল্ডিংয়ে বাধা দেওয়া বা বিভ্রান্ত করার চেষ্টা করা হয় তবে একজন ব্যাটসম্যানকে আউট দেওয়া যায়। আর এই ধরনের আউটকে বলা হয় অবস্ট্রাকটিং দ্য ফিল্ড।

আরো সহজ ভাবে বলা যায়, রান নেওয়ার সময় ফিল্ডারের থ্রো করা বল যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে আটকায় তবে সেটি আউট বলে ঘোষণা করা হয়। আর এই ধরনের আউটকে বলা হয় অবস্ট্রাকটিং দ্য ফিল্ড।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url