জেনিসারি সৈন্য কাদেরকে বলা হয়?

প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই আর্টিকেলে আলোচনা করব, জেনিশারি সৈন্য কাদেরকে বলা হয়? চলুন তাহলে জেনে নেই, জেনিসারি সৈন্য কাদেরকে বলা হয়।

জেনিসারি বাহিনী

জেনিশারি (Janissary) অর্থ 'নতুন সেনা' জেনিশারি বাহিনী অটোমান সাম্রাজ্যের অভিজাত পদাতিক সেনাবাহিনী। এরা অটোমান সম্রাটের দেহরক্ষী এবং ইউরোপের প্রথম আধুনিক সেনাবাহিনী। এ বাহিনী প্রথম মুরাদের শাসনামলে (১৩৬২-৮৯) গঠিত হয়। প্রথমদিকে ক্রীতদাসদের সমন্বয়ে এ অভিজাত বাহিনী গড়ে তোলা হয়। এসকল দাসদের খুব অল্প বয়সে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আনা হতো। কঠোর প্রশিক্ষণ এবং নিয়মানুবর্তিতার জন্য এ বাহিনীর সুখ্যাতি ছিল। এ বাহিনীর সদস্যরা ক্রীতদাস হলেও তাদেরকে উচ্চ হারে বেতন প্রদান করা হতো। তাদের জন্য বিবাহ করা বা অন্য কোনো পেশা বা ব্যবসায় সম্পৃক্ত হওয়া ছিল সম্পূর্ণ নিষিদ্ধ ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url