রেডিও কার্বন ডেটিং পদ্ধতি বলতে কী বোঝায়?

 প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে জানবো, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি বলতে কী বোঝায়? আমরা বিভিন্ন সময় প্রায়ই শুনে থাকি যে বিভিন্ন বস্তু বা জিনিসের বয়স কোটি কোটি বছর। এটা কোন আনুমানিক বা কল্পনাপ্রসদ বয়স দেওয়া হয় না এটা একটি পরীক্ষা এবং গবেষণার মাধ্যমে এই বয়সটা দেওয়া হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি বলতে কী বোঝায়?


রেডিও কার্বন ডেটিং পদ্ধতিঃ

 রেডিও কার্বন ডেটিং হলো কার্বনের একটি তেজষ্ক্রিয় আইসোটোপ রেডিওকার্বনের (কার্বন-১৪) বৈশিষ্ট্য ব্যবহার করে জৈব উপাদান ধারণকারী বস্তুর বয়স নির্ধারণের একটি পদ্ধতি। কার্বন ডেটিং বলতে কার্বন ১৪ এর কথা বোঝানো হয়। কার্বন-১৪ হলো কার্বনের তেজস্ক্রিয় রূপভেদ । এ কার্বন-১৪ দিয়ে কোনো বিশেষ প্রকারের তেজস্ক্রিয় কার্বন কোনো বস্তু কতটুকু ধারণ করেছে, তার ভিত্তিতে বয়স নির্ধারণ করা যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url