খন্দকের যুদ্ধ সংঘটিত হয় কত সালে | Khandaq‎

খন্দকের যুদ্ধ সংঘটিত হয় কবে বা খন্দকের যুদ্ধ সংঘটিত হয় কত সালে এরং আহযাবের যুদ্ধ এর অপর নাম কি এই প্রশ্ন গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় আসে। চলুন জেনে নেই তাহলে প্রশ্ন গুলোর উত্তর 




খন্দকের যুদ্ধ বা আহযাবের যুদ্ধ ৫ হিজরিতে ৬২৭ খ্রিষ্টাব্দ সংঘটিত হয়। এসময় ২৭দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলি মদিনা অবরোধ করে রাখে। জোট বাহিনীর সেনাসংখ্যা ছিল প্রায় ১০,০০০ এবং সে সাথে তাদের ৬০০ ঘোড়া ও কিছু উট ছিল। অন্যদিকে মদিনার বাহিনীতে সেনাসংখ্যা ছিল ৩,০০০।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url