খন্দকের যুদ্ধ সংঘটিত হয় কত সালে | Khandaq
খন্দকের যুদ্ধ সংঘটিত হয় কবে বা খন্দকের যুদ্ধ সংঘটিত হয় কত সালে এরং আহযাবের যুদ্ধ এর অপর নাম কি এই প্রশ্ন গুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় আসে। চলুন জেনে নেই তাহলে প্রশ্ন গুলোর উত্তর
খন্দকের যুদ্ধ বা আহযাবের যুদ্ধ ৫ হিজরিতে ৬২৭ খ্রিষ্টাব্দ সংঘটিত হয়। এসময় ২৭দিন ধরে আরব ও ইহুদি গোত্রগুলি মদিনা অবরোধ করে রাখে। জোট বাহিনীর সেনাসংখ্যা ছিল প্রায় ১০,০০০ এবং সে সাথে তাদের ৬০০ ঘোড়া ও কিছু উট ছিল। অন্যদিকে মদিনার বাহিনীতে সেনাসংখ্যা ছিল ৩,০০০।