সিমন দ্য বোভোয়ারের সংক্ষিপ্ত পরিচিতি লিখ।
সমাজবিজ্ঞান অনুষদের অধীনে বিভিন্ন সাবজেক্টের পরীক্ষায় একটি প্রশ্ন সচরাচর এসে থাকে। সিমন দ্য বোভোয়ার কে ছিলেন/সিমোন দ্য বেতোয়ারের সংক্ষিপ্ত পরিচিতি লিখ অথবা সিমন দ্য বোভোয়ার সম্পর্কে যা জান লিখ। আজকে আমরা এই আর্টিকেলের মাধ্যমে সিমোন দ্য বোভোয়ার সম্পর্কে যা জান লিখ/সিমোন দ্য বেতোয়ারের সংক্ষিপ্ত পরিচিতি লিখ/সিমন দ্য বোভোয়ার কে ছিলেন এই প্রশ্নের উত্তরটি জানব। চলুন তাহলে জেনে নেই
সিমন দ্য বোভোয়ারের সংক্ষিপ্ত পরিচিতি
পরিচয়: সিমন দ্য বোভোয়ার ১৯০৮ সালের ৯ জানুয়ারি ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল জর্জ বার্ট্রান্ড দ্য বেভোয়ার এবং মায়ের নাম ছিল ফ্রাংকোস বেভোয়ার। হেলেন নামে তাঁর দুই বছরের এক ছোট বোন ছিল। ছোটবেলায় তিনি খুব ধর্মভীরু ছিলেন। তাঁর স্বপ্ন ছিল গির্জার সন্ন্যাসিনী হবে। কিন্তু ১৪ বছর বয়সে তিনি কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নাস্তিকে পরিণত হন। নাস্তিক হওয়ার পূর্বে তিনি ক্যাথলিক ধর্মের অনুসারী ছিলেন।
সিমন দ্য বোভোয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আত্মনিয়োগ করেন। সিমন দ্য বোভোয়ার ফরাসি নারীবাদী আন্দোলনের সাথে জড়িত। অস্তিত্ববাদী দার্শনিক হিসেবে তিনি নিজেকে পরিচিত করান। তাঁর ঘনিষ্ঠ বন্ধু হলেন বিখ্যাত ফরাসি দার্শনিক জাঁ পল সার্ত্রে। তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। যৌতুকের শিকারে পরিণত হওয়ার ভয়ে তিনি কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তিনি লেখাপড়া চালিয়ে যান। তিনি ১৯২৫ সালে বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও গণিতের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। নবম মহিলা হিসেবে তিনি সরোবন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ ডিগ্রি অর্জন করেন। ১৯২৯ সালে জাঁ পল সার্ত্রে তাঁকে বিবাহের জন্য দুই বছরের চুক্তির আহ্বান করলে তিনি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সিমন দ্য বোভোয়ার তাঁর বিখ্যাত গ্রন্থ সেকেন্ড সেক্স এর জন্য অমর হয়ে আছেন। সিমন দ্য বোভোয়ার ১৯৮৬ সালের ১৪ এপ্রিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সিমোন দ্য বেভোয়ার ছিলেন একজন শিক্ষিত বুদ্ধিমতী নারী যিনি নারীবাদের অগ্রপথিক। তিনি সমাজতন্ত্রের সমর্থক ছিলেন। তবে তিনি বিয়ে প্রথার ঘোরবিরোধী ছিলেন। তিনি ধর্মে অবিশ্বাসী ছিলেন।