মাওবাদ কী? মাওবাদ কাকে বলে? মাওবাদ সম্পর্কে যা জান সংক্ষেপে লিখ।
মাওবাদ হলো চীনের মহানায়ক মাও সেতুং এর রাজনৈতিক মতবাদ। তিনি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি হিসেবে মার্কসবাদ ও লেনিনবাদকে গ্রহণ করেছেন। নিচে আমরা মাওবাদ কী? মাওবাদ কাকে বলে? সম্পর্কে বিস্তারিত জানাব। চলুন জেনে নিই।
মাওবাদ কি?
কার্ল মার্কসের রাজনৈতিক চিন্তাধারা এবং শিক্ষাই হলো মার্কসবাদ। কার্ল মার্কসের মতবাদকে নতুন ঐতিহাসিক অভিজ্ঞতায় সমৃদ্ধ করে লেনিন রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। মাও সেতুং এর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে চীন বিপ্লবকে তাঁর সাফল্যজনক পরিসমাপ্তিতে নিয়ে যাওয়া। তিনি কার্ল মার্কসের মতবাদ ও লেনিনের চিন্তাধারাকে সংগ্রহ এবং আরো বিকশিত করে সেগুলোর সাথে চীনের সনাতন ঐতিহ্য ও বিশেষ অবস্থার সামঞ্জস্য বিধানে নিজের নীতি ও তত্ত্ব সংযোজন করে যে তাত্ত্বিক মতবাদ প্রকাশ করেন তাকে মাওবাদ বলা হয়। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবকে বিকশিত করা, রক্ষা করা এবং সৃজনশীল করতে মাওবাদের অবদান অপরিসীম ।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে, মাওবাদ চীনের সমাজতন্ত্র বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মাওবাদ প্রতিষ্ঠায় মাও সেতুং এর কৃতিত্ব | অপরিসীম। তিনি বিশ্ব ইতিহাসে মাওবাদের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন।