একদেশে সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা কর।

একদেশে সমাজতন্ত্র কী | যোশেপ স্ট্যালিনের একদেশে সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা কর| একদেশে সমাজতন্ত্র সম্পর্কে যা জান লিখ | জোসেফ স্তালিনের একদেশে সমাজতন্ত্র কী - Socialism in One Country



ভূমিকা : রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রুশ সমাজতন্ত্র মার্কসবাদ ও লেনিনবাদ থেকে দূরে সরে স্ট্যালিন “একদেশে সমাজতন্ত্রের” নতুন নক্সা প্রণয়ন করেন। যা লেনিন ট্রটস্কির বিশ্ব বিপ্লবের ধারাকে ভেঙে দেয়।
একদেশে সমাজতন্ত্র কি? : রাশিয়ার কমিউনিস্ট আন্দোলনে পার্টির তৎকালীন জেনারেল সেক্রেটারি হিসেবে ক্ষমতার দ্বন্দ্বে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রটস্কিকে পরাজিত করে একদেশে সমাজতন্ত্র তত্ত্ব প্রণয়ন করে। যোশেপ স্ট্যালিন রাশিয়ার সমাজতন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তার ফলে রাশিয়ার বলশেভিকবাদ “সামাজিক সাম্রাজ্যবাদে” পরিণত হয় এবং কমিউনিস্ট আন্দোলনের অখণ্ডতা ও বিশ্বজনীনতা ধূলিসাৎ হয়ে যায়। এইটিকে স্থায়ী বিপ্লব হিসেবে ট্রটস্কি বলেন বলশেভিকদের প্রধানত কাজ হচ্ছে এ বিপ্লবকে সফল করে তোলা এবং সেজন্য স্থায়ী ভিত্তিতে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তিনি বলশেভিকদের বিপ্লব সফল হবার সম্ভাবনার ইঙ্গিত দেন স্ট্যালিন তার The Foundation of the Leninism গ্রন্থে বলেন, যে বিশ্বের উন্নত দেশের প্রলেতারিয়েত বিপ্লব সফল না হলে এককভাবে কোনো একটি দেশে সমাজতন্ত্রের চূড়ান্ত বিজয় সম্ভব নয়। লেনিনের মৃত্যুর পর স্ট্যালিন ঘোষণা দেন যে, সারা বিশ্বে পুঁজিবাদ বিরাজ করলেও “একটি দেশে সাম্রাজ্যতন্ত্র” করা সম্ভব। স্ট্যালিন বিপ্লবকে সফল করায় উদ্দেশ্য যে পদক্ষেপ নেন তার মধ্যে সাবেক অর্থনৈতিক ব্যবস্থার উচ্ছেদ হচ্ছে অন্যতম। আর এর ফলে রাশিয়ার পরিবর্তন হয়, কৃষকেরা ভূমির উপর ন্যায্য অধিকার পায়। এসব কাজ করতে যেয়ে স্ট্যালিন যে কঠোর নিষ্ঠুরতা দেখিয়েছেন তা ভয়াবহ ইতিহাসে বিরল। স্ট্যালিন পার্টিতে একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করে। তিনি রাশিয়ার উন্নতি অর্থাৎ শিল্পোন্নতির দিকে নিয়ে যান।

স্ট্যালিনের এক দেশে সমাজতন্ত্র তত্ত্বের মূলকথা কোনো দার্শনিক তত্ত্ব নয় কারণ স্থায়ী বিপ্লব অর্থাৎ বিশ্বব্যাপী প্রলেতারিয়েত আন্দোলন অব্যাহত রাখার পক্ষপাতী। তারা একদেশে সমাজতন্ত্র বিশেষ করে সোভিয়েত রাশিয়া প্রতিষ্ঠায় বিরোধী নয়। আবার তারা প্রলেতারিয়েত আন্দোলনেরও বিরোধী নয়। তাদের মধ্যে মূলগত ও মাত্রাগত পার্থক্য বিদ্যমান ছিল। তবে উভয় দলেরই একমত ছিল যে, বলশেভিক বিপ্লবে রাশিয়ার সমাজতন্ত্রের অগ্রগতিটুকু নস্যাৎ করতে ধনতান্ত্রিক রাষ্ট্র বদ্ধ পরিকর একদেশে সমাজন্ত্র মূলতই রাশিয়ার অগ্রগতির জন্য স্ট্যালিন প্রবর্তিত নীতি ।

উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, রাশিয়াকে একটি শিল্পোন্নত দেশে পরিণত করতে স্ট্যালিনের ভূমিকা গুরুত্বপূর্ণ তিনি রাশিয়াকে শক্তিশালী ও সুসংহত জাতিতে পরিণত করতে কঠোরভাবে “একদেশে সমাজতন্ত্র” তত্ত্বের কার্যকর করেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url