লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব কী - What is Lenin's Theory of Imperialism?

লেনিনের সাম্রাজ্যবাদ | লেনিনের সাম্রাজ্যবাদ কী? | লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব কি? | লেনিনের সাম্রাজ্যবাদ কাকে বলে |লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব বলতে কি বুঝায় | লেনিনের সাম্রাজ্যবাদ কি লিখ 



ভূমিকা : বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জনক এবং রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ইতিহাসে লেনিন নামে সর্বাধিক পরিচিত। তিনি ছিলেন মার্কসের আদর্শবাদী।

লেনিনের সাম্রাজ্যবাদতত্ত্ব কি? : লেনিনের গুরুত্বপূর্ণ তত্ত্বের মধ্যে সাম্রাজ্যবাদ তত্ত্বটি বিশেষভাবে উল্লেখযোগ্য। সাম্রাজ্যবাদ শব্দটি অতি পরিচিত হলেও শোষণ, অত্যাচার ও নির্যাতনের এক মূর্তপ্রতীক। আর এসব কারণেই সাম্রাজ্যবাদ তত্ত্বটি অত্যন্ত ঘৃণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্রাজ্যবাদ বর্তমান বিশ্বে প্রত্যক্ষভাবে না থাকলে নব্য স্বাধীন অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উপর চাপিয়ে দেয়া হয়েছে। সমাজতন্ত্রের ইতিহাসে যে সকল মনীষী মার্কসবাদকে অত্যন্ত বিশ্বস্ততার সাথে বাস্তবে রূপায়িত করতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে লেনিনের নাম উজ্জ্বল হয়ে আছে। লেনিনের মতে সংশোধনবাদের ছদ্মাবরণে মার্কসবাদকে ধ্বংস করতে চেয়েছেন এজন্য তিনি সংশোধনবাদীদেরকে শত্রু মনে করতেন। লেনিন তাঁর Imperialism: The Highest stages of capitalism এবং State and Revolution সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, “সাম্রাজ্যবাদ কেবল সম্পূর্ণরূপে অর্থনৈতিক বিষয় নয় বরং আন্তর্জাতিক ধনতন্ত্রবাদের একটি বিকাশ ধারার নির্দিষ্ট স্তর বটে।”

তিনি আরো বলেছেন, যে পর্যায়ে একচেটিয়া কারবার ও মহাজনী পুঁজি বেশি প্রাধান্য পায় সে স্তরকেই সাম্রাজ্যবাদ বলেছেন। লেনিনের সাম্রাজবাদ তত্ত্ব সম্পর্কে Prof. Palmer and Parkins, "Imperialism can not be defined in any general accepted way. " সুতরাং বলা যায় যে, মার্কসবাদকে বিকৃত না করে লেনিন যে তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন সেগুলোর মধ্যে সাম্রাজ্যবাদই বেশি উল্লেখযোগ্য।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, মার্কসীয় দর্শনের সংশোধন করতে লেনিন বাস্তবের আলোকে যেসব তথ্য প্রদান করে তার মধ্যে সাম্রাজ্যবাদ তত্ত্ব গুরুত্বপূর্ণ। লেনিন একচেটিয়া ও মহাজনী পুঁজি বিকাশের প্রাধান্য কমাতে এ তত্ত্বের আশ্রয় নিয়েছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url