গণভোট কাকে বলে?
গণভোট কী?
প্রতিনিধি বা পরোক্ষ গণতন্ত্র আইন তৈরি, সংবিধান সংশোধন, সরকারি কার্যনীতির বিশেষ সমস্যা সমাধানে কোন কোন রাষ্ট্রে জনগণের কল্যাণে প্রত্যক্ষ গণতন্ত্র রয়েছে।
গণভোট কি?
কোন বিশেষ কার্যনীতি বা সমস্যা সম্বন্ধে যখন নাগরিকগণের মতামত গ্রহণ করা হয়, তখন তাকে গণভোট বলা হয়। এ গণভোটের প্রচলন অতীতে বিদ্যমান ছিল। তবে বর্তমানে স্বার্থসিদ্ধির জন্য একনায়কগণ এই গণভোটের প্রতি আকৃষ্ট হয়েছেন। নেপোলিয়ান জনগণের মত গ্রহণ করে প্রথমে কনসাল এবং পরে সম্রাট পদবী লাভ করেন। তৃতীয় নেপোলিয়নও ফ্রান্সে প্রজাতন্ত্রের পরিবর্তে সাম্রাজ্য স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং গণভোটের গণসম্মতি দেন। বর্তমানে এ ব্যবস্থায় বহুল প্রচলন লক্ষণীয়। গণভোট বলতে সরকারের বিশেষ কার্যনীতি বা সমস্যা সম্বন্ধে জনসাধারণের মতামত গ্রহণ করা হয়। গণনির্দেশের পরবর্তীতে সাধারণত গণনির্দেশে সমাপ্ত হয়।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, গণতন্ত্রের অন্তপ্রাণ হলো গণভোট। তাই বলা যায় যে, গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গণতন্ত্র। গণতন্ত্রে গণভোট জনগণের স্বার্থ ও রাষ্ট্রের শাসনব্যবস্থার সুষ্ঠুতাই বড় ভূমিকা রাখে ।
Gd information