আকাশের রং নীল কেন? বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ বিস্তারিত আলোচনা

আকাশ নীল কেন| কেন আকাশ নীল দেখায়|আকাশের রং নীল কেন|আকাশ নীল হয় কেন? আকাশের রঙ নীল হয় কেন? |আকাশের রঙ নীল দেখায় কেন |আকাশের রঙ নীল কেন?


আমরা সবাই ছোটবেলা থেকেই একটা বিষয়ে লক্ষ্য করে এসেছি আকাশের রং নীল দেখায়। আকাশ নীল দেখায় কেন এই প্রশ্নটি সবারই মনের কম বেশি জেগেছে। কিন্তু আমরা এর সঠিক ব্যাখ্যা বা বিশ্লেষণ হয়তো অনেকেই পাইনি। আমরা আজকে এই আর্টিকেলের মাধ্যমে জানবো আকাশ কেন নীল দেখায়। চলুন তাহলে জেনে নেই,কেন আকাশের রঙ নীল দেখায়?


আকাশের রঙ নীল কেন - Why is the sky blue?

আমাদের মাঝে অনেকেই জেনে থাকবেন যে, পৃথিবী বাতাস দিয়ে ঘেরা। বাতাসে ঘেরা এই আবরণকে বলে ‘বায়ুমণ্ডল’। বায়ুমণ্ডলে থাকে বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা ও পানিকণা ইত্যাদি। সূর্যের আলো বায়ুমণ্ডলের বিভিন্ন প্রকার গ্যাস, ধূলিকণা ও পানিকণা ইত্যাদি ভেদ করে আমাদের কাছে আসে। সূর্যের রশ্মি ধূলিকণা ও পানিকণা ওপর পড়লে এরা চারদিকে আলো ছড়িয়ে দেয়। আমরা তখন চারদিকে সূর্যের আলো দেখতে পাই।


সূর্যের আলোয় রয়েছে সাতটি রং। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। সূর্যের আলো পৃথিবীতে আসার সময় বায়ুমন্ডলে বাধা প্রাপ্ত হয়। এর ফলে বেগুনি, নীল ও আসমানী রঙ বেশি চারদিকে ছড়িয়ে পড়ে। এবং লাল রং টা সবচেয়ে কম ছড়ায়। ফলে আমরা আকাশের দিকে যখন তাকাই, তখন বেগুনি, নীল ও আসমানী রঙ গুলো বেশি আমাদের চোখে এসে পড়ে। আর বেগুনি, নীল ও আসমানী রঙ মিলিয়ে যে রঙটা হয়, সেটা দেখতে প্রায় নীল। তার ফলে আকাশের রং টা আমাদের চোখে নীল রঙের মতো মনে হয়।


আকাশের রং নীল দেখায় কেন? বৈজ্ঞানিক ব্যাখ্যা

আলোর বিক্ষেপণের ফলে আকাশ নীল রঙ ধারণ করে। যখন কোন ধুলোকণিকার ওপর আলো পড়ে তখন সেই ধুলোকণিকা সেই আলোকে চতুর্দিক ছড়িয়ে দেয়, যাকে আমরা আলোর বিক্ষেপণ বলি। আমরা অনেকেই জানি, যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, সেই আলোর বিক্ষেপণ তত কম হয়। আলোর বিক্ষেপণ এর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক। অন্যান্য রঙের তুলনায় বেগুনি ও নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য অনেক কম। তাই আকাশে বেগুনি ও নীল আলো দুইটির বিক্ষেপণ বেশি হয়। আর একটি বিষয়ের লক্ষণীয় যে আমাদের চোখ বেগুনি রঙ অপেক্ষা নীল রঙের প্রতি অধিক সংবেদনশীল। তাই আমাদের চোখে আকাশকে নীল দেখায়।


মেঘ সাদা দেখায় কেন| মেঘ সাদা কেন| মেঘের অণুগুলো সাদা দেখায় কেন

মেঘ সাদা দেখায় কেন? মেঘের কণা/অণু গুলো অনেক বড় হয়। ফলে মেঘের কণা বা অনুগুলো নীল ছাড়া অন্যান্য আলোকেও বিক্ষেপিত করে। যার কারণে মেঘের বর্ণ আমাদের কাছে অনেকটা সাদাটে মনে হয়।


সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন| সূর্যোদয়ের সময় আকাশ লাল দেখায় কেন| সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল হয় কেন|সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায় কেন?

ঠিক একই কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ রং লাল দেখায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য দিগন্তরেখার কাছে অবস্থান করার জন্য; সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পুরো বায়ুমণ্ডল ভেদ করতে হয়। ফলে তখন নীল আলো বিক্ষেপিত হয়ে চতুর্দিকে চলে যায়। কিন্তু লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় লাল আলো কম বিক্ষেপিত হয় এবং পৃথিবীতে আসে। তাই তখন আকাশ লাল দেখায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url