IMF এর পূর্ণরূপ কী এবং এর সদর দপ্তর কোথায়?

আইএমএফ এর পূর্ণরূপ কী?

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (International Monetary Fund, IMF)

আইএমএফ কি?

আইএমএফ জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণা প্রথম সূচিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দের ২২ জুলাই তারিখে। এর কার্যক্রমের গোড়াপত্তন হয় ব্রেটন উডস সম্মেম্মলন-এ (পূর্ববর্তী জাতিসংঘের অর্থ ও আর্থিক সম্মেলন-এ) মিলিত হয়ে ৪৫টি সদস্য রাষ্ট্রের অর্থনীতি এবং তাদের আন্তর্জাতিক লেনদেন-এর ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত

* গঠিতঃ ২২ জুলাই ১৯৪৪ সালে, কার্যক্রমে প্রবেশ করে ১ মার্চ ১৯৪৭ সালে।

* ধরনঃ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।

* IMF এর সদরদপ্তরঃ ওয়াশিংটন, ডি.সি ।

* সদস্যপদঃ ১ দেশ (প্রতিষ্ঠাকালীন ); ১৯০দেশ (বর্তমান- অক্টোবর, ২০২০ইং পর্যন্ত)।

* IMF এর দাপ্তরিক ভাষাঃ ইংরেজি, ফরাসী ও স্পেনীয়।

* মহাপরিচালকঃ ক্রিস্তালিনা জর্জিয়েভা, বুলগেরিয়া (১লা অক্টোবর, ২০১৯ সাল থেকে)।

* প্রধানঃ বোর্ড অব গভর্নরসরা সর্বোচ্চ নীতিনির্ধারক পর্ষদ। একজন মূল গভর্নর এবং প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য একজন করে পর্যায়ক্রমিক গভর্নর নিয়ে এই বোর্ড অব গভর্নর্স গঠিত। সদস্য দেশগুলো স্ব-স্ব গভর্নর নিযুক্ত করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url