ভূরাজনৈতিক কৌশল কি?

বর্তমান বিশ্ব রাজনীতিতে ভূ-রাজনীতির একটি উপক্ষেত্র হিসেবে ভূ-কৌশল একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিক ও সামরিক নীতিকে নির্ধারিত, প্রভাবিত ও বাস্তবায়িত করে ভূ-রাজনীতি। বৈদেশিক নীতি গ্রহণ এবং বাস্তবায়নে ভূ-কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূ-কৌশল ভূগোলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। ভূ-কৌশলকে এক কথায় সংজ্ঞায়িত করা সম্ভব নয়।


ভূ-রাজনৈতিক কৌশল কি 

রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতির ভৌগোলিক নির্দেশনাই হচ্ছে ভূ-কৌশল বা ভূ-রাজনৈতিক কৌশল। ভূ-কৌশলের ইংরেজি প্রতিশব্দ 'Geo-strategy' যা ১৯৪২ সালে Fredrick L. Schuman তাঁর গ্রন্থ "Let us Learn Our Geo-politics" এ ব্যবহার করেন। এটি ছিল জার্মান শব্দ 'Wehrgeopolitik' এর অনুবাদ। প্রথমে ইউরোপে পরিচিতি লাভ করলেও পরে এটির গুরুত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আধুনিক কালে অনেকে ভূ-কৌশল সম্পর্কে ব্যাখ্যা বা বর্ণনামূলক সংজ্ঞা প্রদান করার চেষ্টা করেছেন। নিম্নে এরূপ কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলো :

Andrew Gyorgi "The Geo-politics of War: Total War and Geostrategy" (1949) গ্রন্থে বলেন, "A science named " Geostrategy" would be unimaginable in any other period of history but ours. It is the characteristic product of turbulent twentienth century world politics."

উইকিপিডিয়ার মতে, ভূ-রাজনৈতিক কৌশল একটি দেশের সম্পদের উপর ভিত্তি করে গড়ে ওঠে।

James Rogers এবং Luis Simon এর মতে "Geo strategy is about the exercise of power over particularly critical spaces on the earth surface, about crafting a political presence over the international system."

সুতরাং বলা যায়, ভূ-অর্থনীতি একটি নির্দিষ্ট ভূ-কৌশল । 

উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভূ-কৌশল হচ্ছে পররাষ্ট্রনীতির একটি ধরন যা একটি দেশের সম্পদের ও শক্তির উপর ভিত্তি করে দেশটি কোন ক্ষেত্রগুলোতে জোর দিবে তা বর্ণনা করে। তাছাড়া ভূ-রাজনৈতিক শক্তি বৃদ্ধির জন্য ভূ-অর্থনীতি একটি হাতিয়ার হিসেবে কাজ করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url