উপ আঞ্চলিক নিরাপত্তা কি? উপ-আঞ্চলিক নিরাপত্তার সংজ্ঞা দাও।

উপ আঞ্চলিক নিরাপত্তা কাকে বলে?

উপ-আঞ্চলিক নিরাপত্তা বলতে কী বুঝ ?

বর্তমান বিশ্বের জন্য নিরাপত্তা বিষয়টি খুবই গুরুত্ব বহন করে। উপ-আঞ্চলিক সংস্থাগুলো মূলত গড়ে উঠেছে নিরাপত্তা বিষয়টিকে মাথায় রেখেই। প্রতিটি দেশই কোন না কোনভাবে বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে। উপ-আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাই এ সমস্যার মোকাবিলা করতে পারবে। নিম্নে উপ-আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কে আলোচনা করা হলো :

উপ-আঞ্চলিক নিরাপত্তা : এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে প্রথমে আমাদের মাথায় আসে নিরাপত্তার ধারণা। নিম্নে এ সম্পর্কে পরিচিতি প্রদান করা হলো : 

নিরাপত্তা : যে কোন ধরনের বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকাই নিরাপত্তা।

উইকিপিডিয়ার মতে, "Security is the degree of resistance to or protection from harm. It applies to any vulnerable and valuable asset."

উপ-আঞ্চলিক নিরাপত্তা : বিশ্ব প্রতিনিয়তই নানা দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। এ দ্বন্দ্ব নিরসনের জন্য বিশ্বে কয়েকটি আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছে যাদের মূল লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। আঞ্চলিক সংস্থার পাশাপাশি কয়েকটি দেশ মিলে উপ-আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সংস্থা তৈরি করেছে এবং করছে। যেমন- আফ্রিকান সংঘর্ষসমূহ মোকাবিলার জন্য ECOMOG এর সৃষ্টি।

১. উপ-আঞ্চলিক নিরাপত্তা শুধু একটি দেশের পরিবেশগত নিরাপত্তাই নিশ্চিত করে না পাশাপাশি উন্নয়নও ত্বরান্বিত করে।

২. উপ-আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ASEAN, ECOWAS ইত্যাদি আঞ্চলিক সংস্থা এবং চুক্তি করা হয়ে থাকে।

৩. উপ-আঞ্চলিক নিরাপত্তা একটি দেশের বেষ্টনী হিসেবে ভূমিকা রাখে।

উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, নিরাপত্তা ব্যবস্থার অন্যতম দিক উপ-আঞ্চলিক নিরাপত্তা। কারণ নিরাপত্তা নিশ্চিত করতে হলে উপ-আঞ্চলিক নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তাই এর গুরুত্ব অপরিসীম।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url