গোলাপের যুদ্ধ কী? গোলাপের যুদ্ধ বলতে কী বুঝ? গোলাপের যুদ্ধ কি ছিল এবং কখন এবং কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল? Wars of the Roses

ইংল্যান্ডের ইতিহাসে যেসব যুদ্ধ চিরস্মরণীয় হয়ে আছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো গোলাপের যুদ্ধ। নিম্নে গোলাপের যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হলো : 

ইংল্যান্ডের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো গোলাপের যুদ্ধ। টিউডর যুগের প্রাক্কালে সংঘটিত এ যুদ্ধ ইংল্যান্ড তথা ইউরোপের একটি অন্যতম ঘটনাবহুল যুদ্ধ ছিল। টিউডর শাসন তথা টিউডর রাজবংশ প্রতিষ্ঠিত হবার পূর্বে ইংল্যান্ডের অভ্যন্তরীণ ও বৈদেশিক অবস্থা চরম সংকটাপন্ন ছিল। দেশে আইনশৃঙ্খলায় চরম অবনতি ঘটে। দেশে দস্যু তস্কর উপদ্রব দারুণভাবে বৃদ্ধি পায়।


অন্যদিকে, আন্তর্জাতিক ক্ষেত্রেও ইংল্যান্ডের কোনো মান মর্যাদা ছিল না অভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন রাজকীয় শাসনের স্থলে সামন্ত প্রভুদের দৌরাত্ম্য চরমভাবে বৃদ্ধি পায় ঠিক একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও কোনো দেশ ইংল্যান্ডকে মান্য করতো না। এমনি চরম সংকটময় মুহূর্তে ইংল্যান্ডে প্রধান দুটি বংশ যথা ল্যাঙ্কাস্টার ও ইয়র্ক বংশের মধ্য শুরু হয় এক রক্তক্ষয়ী দীর্ঘকালব্যাপী গৃহযুদ্ধ যা প্রায় ত্রিশ বর্ষব্যাপী স্থায়ী ছিল এবং ইংল্যান্ডের ইতিহাসে এ যুদ্ধই বিখ্যাত গোলাপের যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের নামকরণ করা হয়েছিল অনেক বছর পর প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর অনুমিত ব্যাজ থেকে ইয়র্কের সাদা গোলাপ এবং ল্যাঙ্কাস্টারের লাল গোলাপ থেকে এই যুদ্ধে নামকরণ হয়েছে গোলাপের যুদ্ধ।

উপসংহার : উপরের আলোচনা থেকে বলা যায় যে, গোলাপের যুদ্ধ ইংল্যান্ডের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা।

গোলাপের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল

গোলাপের যুদ্ধ ১৪৫৫-১৪৮৭ সালে পর্যন্ত ল্যাঙ্কাস্টার ও ইয়র্ক বংশের মাঝে সংঘটিত হয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url