নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা কে?

নীল অপরাজিতা উপন্যাসটির লেখক কে?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) শামসুর রাহমান
ঘ) হুমায়ুন আহমেদ

ব্যাখ্যা: হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস 'নীল অপরাজিতা' (১৯৯১)। এ উপন্যাসে কেন্দ্রিয় চরিত্র শওকত নামে একজন ঔপন্যাসিক। তিনি গ্রামে গিয়ে গ্রাম্য পরিবেশে সাহিত্য রচনায় প্রবৃত্ত হন তাকে গ্রাম্য একটি মেয়ে পুস্প উদাস করে দেয় তার প্রেমের আহ্বানে কিন্তু শওকত সাহেব তার স্ত্রীর ভালবাসাও উপেক্ষা করতে পারেননা।

 অপরাজিতা নিয়ে তথ্য গুলাে মনে রাখুনঃ - ‘অপরাজিতা’ (১৯১৫) কাব্যের রচয়িতা যতীন্দ্রমােহন বাগচী। - বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস ‘পথের পাঁচালী' এর দ্বিতীয় খন্ডের নাম অপরাজিতা।

Next Post Previous Post
1 Comments
  • Rohima
    Rohima ০৯ জুন

    খুব ভালো লাগছে পোস্ট করে

Add Comment
comment url