অনুচ্ছেদ: স্বাস্থ্যই সম্পদ

 অনুচ্ছেদ: "স্বাস্থ্যই সম্পদ" 

কথায় আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। একজন মানুষের সুখ সুখে, হাসি-আনন্দ নির্ভর করে স্বাস্থ্যের ওপর। ভগ্ন স্বাস্থ্যের একজন মানুষের কাছে অর্থ, যশ, খ্যাতি, সম্মান, প্রভাব-প্রতিপত্তি সবকিছু অর্থহীন। যেহেতু স্বাস্থ্যের চেয়ে বড় কোনো সম্পদ নেই, তাই স্বাস্থ্যের যত্ন নেওয়া অবশ্য কর্তব্য। একজন স্বাস্থ্যহীন ধনবান ব্যক্তির চেয়ে ধনহীন স্বাস্থ্যবান লোক অধিকতর সুখী জীবনযাপন করে। সুন্দর স্বাস্থ্য শুধু শরীরের ওপর নির্ভর করে না। যে ব্যক্তির শরীর ও মন দুই-ই সুস্থ, সেই প্রকৃত স্বাস্থ্যবান ব্যক্তি। শরীর বা মনের যেকোনো একটির অসুস্থতা স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। শরীরকে সুস্থ রাখতে হলে নিয়মিত শরীরচর্চা করা উচিত, তাতে শরীর ও মন দুই প্রফুল্ল থাকে। ভালো স্বাস্থ্যের জন্য নিয়মিত পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে। বয়স অনুযায়ী খাবার ও পানীয় গ্রহণ এবং ঘুমই সুন্দর স্বাস্থ্যের পাথেয়। সেই সঙ্গে দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা অবশ্যই জরুরি। সর্বোপরি সুস্থ দেহ সুস্থ মনের বাসা এ তত্ত্ব মাথায় রেখে পরিমিত পরিশ্রম, পরিমিত খাদ্য ও পানীয় গ্রহণ এবং প্রয়োজন মতো বিশ্রাম করলেই সুস্থ-সুন্দর জীবনযাপন সম্ভব।


শ্রেণি: ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম,১০ম, PSC, JSC, SSC,HSC
Next Post Previous Post
2 Comments
  • another
    another ২৫ জুলাই

    sundor rocona

  • Jilan
    Jilan ২৫ জুলাই

    Verry usefull information

Add Comment
comment url